আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৬১০ জন। আর ১,৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে (খবর বিবিসির)।
মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ শোক প্রকাশ করেন তিনি।
পোস্টে আহমাদুল্লাহ লিখেছেন, ‘ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ছয়শর অধিক মানুষ মারা গেছে। আহত হয়েছে আরও অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।’
মন্তব্য করুন