

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বর্ডারে গিয়ে শেষ হয়।
মিছিলটি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, “এই বাংলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব।
সমাবেশে বক্তব্য দেন বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও দাওয়াহ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন