ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নবীজির পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পৃথিবীতে যার আগমনে অন্ধকার কেটে আলো এসেছিল, যিনি এসেছেন সব মানুষের জন্য রহমত হয়ে, তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমানের কাছে তাঁর ভালোবাসার কোনো বিকল্প নেই। কারণ নবীজিকে (সা.) ভালোবাসা মানেই আল্লাহর প্রিয় হওয়া, তাঁর সন্তুষ্টি পাওয়া। তাই দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসুলকে (সা.)। শুধু মুখে মুখে নয়, হৃদয়ে, জীবনে, আমলে সেই ভালোবাসার ছাপ রাখতে হবে। নবীজির (সা.) শিক্ষা, তাঁর প্রিয় কাজগুলো জানলেই সেই ভালোবাসা আরও দৃঢ় হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ হয়েছে সিরাতভিত্তিক নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।

কোরআন-হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে লিখিত এ বইটিতে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানি পানের পাত্র থেকে শুরু করে নবীজির প্রিয় সাহাবি, চাচা, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের নানা দিক এক মলাটে তুলে ধরা হয়েছে। এমনকি ইন্তেকালের পরও তিনি কোনো স্ত্রীর কথা স্মরণ করে অশ্রুসিক্ত হয়েছেন, কোনো প্রিয়জনকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছেন, এসব তথ্যও স্থান পেয়েছে বইটিতে।

লেখক মুফতি আবদুল্লাহ তামিম বলেন, বইটি সাবলীল ও সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে বড়রা যেমন গভীরভাবে উপকৃত হবেন, ছোটরাও আনন্দের সঙ্গে পড়ে নবীপ্রেমে ভরে উঠবে। আপনার সন্তানদের সিরাতের প্রতি আকৃষ্ট করতে এবং প্রিয় নবীর ভালোবাসায় গড়ে তুলতে এ বই হতে পারে একটি মূল্যবান উপহার।

বইটির প্রকাশক ও তাজদিদ পাবলিকেশনের চেয়ারম্যান আহমাদ রিফাত বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবনই মানবতার শান্তি ও মুক্তির সংবিধান। মুসলিম উম্মাহর পরিপূর্ণ আদর্শ। মুমিনজীবনের আয়না।

তাঁর প্রতিটি কথা, কাজ, পছন্দ-অপছন্দ, আচার-অভ্যাস ও মৌন সম্মতিই ছিল আমাদের জন্য বিধান ও শিক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আশেকে রাসুল দাবি করলেও জানি না, কোন কাজগুলো ছিল তাঁর প্রিয় ও পছন্দের; কোন বিষয়গুলো তিনি ভালোবাসতেন!

‘নবীজির প্রিয় ১০০’ বইটি এই দৃষ্টিকোণ থেকে বাংলাভাষীদের জন্য একদমই ব্যতিক্রমী প্রয়াস, সন্দেহ নেই। বইটি শুধু ইতিহাস বা সিরাতের ধারাবাহিক বর্ণনা নয়, বরং নবীজীবনের নানামুখী বর্ণচ্ছটায় তৈরি সুবিন্যস্ত এক পুষ্পস্তবক। পাঠকমাত্রই বইয়ের পাতায় পাতায় আবিষ্কার করবেন নবীজির প্রিয় ও পছন্দের কাজ, থরে থরে সাজানো ভালোবাসার দাস্তান! আশা করছি, বইটি পাঠকদের উদ্বেলিত করবে।

প্রসঙ্গত, লেখক আব্দুল্লাহ তামিমের জন্ম কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ব দিকের গ্রাম পাঠানকোটে। কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন তিনি। পাশাপাশি ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল সম্পন্ন করেছেন।

আব্দুল্লাহ তামিম কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। এরপর ২০১৫ দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমের মাধ্যমে সাংবাদিকতায় পা রাখেন। বর্তমানে তিনি সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

এ ছাড়া মারকাযুশ শায়েখ আরশাদ আল মাদানি ঢাকা মাদ্রাসায় উচ্চতর ইসলামি গবেষণা বিভাগের সিনিয়র শিক্ষক, বাংলা ইকরা একাডেমির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের ১৬৫ দেশের বিগ মুসলিম কমিউনিটি ‘আলফাফা’-এর বাংলাদেশ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই আলেম সাংবাদিক। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চার।

গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫-এর ১০০ নম্বর স্টল থেকে। এ ছাড়া ঘরে বসে অনলাইন বুক শপ থেকেও অর্ডার করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা নিয়ে নাহিদের স্ট্যাটাস

হল সংসদের মাধ্যমে জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে : গয়েশ্বর

বিপুল পরিমাণ ২ টাকার নোট জব্দ

জাকসুর ফল ঘোষণা চলছে

জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে : ইজ্জত উল্লাহ

মেসি ভক্তদের জন্য মিলল সুখবর

ঢাকায় আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স / তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয়

১০

কমনওয়েলথ ছাত্র সংসদের ভিপি বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রিফাদ

১১

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

১২

কলেজশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

১৩

পাগলা মসজিদের টাকার চেয়েও কি কঠিন জাকসুর ভোট গণনা : কুদ্দুস বয়াতি

১৪

এবার বেড়ায় হরতালের ঘোষণা

১৫

নবীজির পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

১৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

১৭

জাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন, জানালেন প্রোভিসি

১৮

ডেঙ্গুতে ঝরল আরও ২ প্রাণ, হাসপাতালে ২৭৯

১৯

‘ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ হোক’

২০
X