কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেলেন বাংলাদেশি ৩ আলেম

ছবি কোলাজ : কালবেলা
ছবি কোলাজ : কালবেলা

সৌদি আরবের বিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন আলেম। গত এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টিতে পর্যায়ক্রমে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান তারা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সর্বশেষ নিয়োগ পাওয়া মাওলানা শরীফ আহমাদ আল মাদানি। তিনি বলেন, সপ্তাহের ব্যবধানে আমরা তিনজন বাংলাদেশি আলেম বিশ্ববিদ্যালয়টিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। অন্য দুজন হলেন মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মোশাহিদ দেওয়ান।

মাওলানা শরীফ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে পাঠদান শুরু করবেন তিনি। আর এরশাদুর রহমান ও মোশাহিদ দেওয়ান ইতোমধ্যে পাঠদান শুরু করেছেন। এরশাদুর আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে (মাহাদু তালিমিল লুগাহ আল আরাবিয়াহ) এবং মোশাহিদ শরিয়াহ বিভাগে শিক্ষক হিসেবে পাঠদান করছেন।

মাওলানা শরীফ আল মাদানি

শরীফ আল মাদানির বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে। তিনি দীর্ঘ ১২ বছর ধরে মসজিদে নববী একাডেমিতে শিক্ষক, পরীক্ষক ও শিক্ষক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সালে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে মদিনায় যান শরীফ। এরপর আরবি ভাষা শিক্ষা, হাদিস বিভাগ থেকে অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি রাজধানী ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে দাওরা হাদিস ও ইফতা সম্পন্ন করেন।

মাওলানা এরশাদুর রহমান

এরশাদুর রহমান কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম পানখালী গ্রামের বাসিন্দা। কক্সবাজারের ঐতিহ্যবাহী জামিয়া দারুস সুন্নাহ থেকে প্রাথমিক পড়াশোনা শুরু তার। এরপর চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়াতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে আরবি ভাষা বিভাগ থেকে অনার্স ও এমফিল সম্পন্ন করে বর্তমানে পিএইচডি করছেন। তার এমফিল গবেষণার বিষয় ছিল ‘বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব: একটি তুলনামূলক অধ্যয়ন’। এটি মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাংলা ভাষা নিয়ে একাডেমিক গবেষণা হিসেবে গুরুত্ব পেয়েছে।

মাওলানা মোশাহিদ দেওয়ান

মোশাহিদ দেওয়ানের বাড়ি নারায়ণগঞ্জে। ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত স্কলারশিপ নিয়ে মদিনায় ইলমি সফর করেন তিনি। এরপর মদিনা ইউনিভার্সিটিতে ‘কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ’ (Faculty of Arabic Language) থেকে অর্নাস শেষ করে ‘কিসমুল লুগায়িয়্যাত’ (ভাষাতত্ত্ব বিভাগ) থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে এমফিল গবেষণার শেষ পর্যায়ে আছেন।

এর আগে ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলূম মাদানীনগর মাদরাসা থেকে তাকমিল (দাওরাতুল হাদিস) পরীক্ষায় অংশগ্রহণ করেন মোশাহিদ। এতে সম্মিলিত মেধা তালিকায় দশম স্থান অধিকার করেন। পাশাপাশি সরকারি মাদরাসা (আলিয়া) থেকে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এবং ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ফাজিল সমাপ্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীজির পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

জাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন, জানালেন প্রোভিসি

ডেঙ্গুতে ঝরল আরও ২ প্রাণ, হাসপাতালে ২৭৯

‘ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ হোক’

জাকসু নির্বাচনে আরেক কমিশনারের পদত্যাগ

শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু

স্পিডবোট উল্টে নিখোঁজদের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার

ম্যাচ খেললেও, পাক-ভারত লড়াইয়ে রয়েছে বিসিসিআইয়ের ‘অদৃশ্য বয়কট’

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ

১০

সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

জরুরি বৈঠকে বিসিবি, জানা গেল কারণ

১২

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১৩

সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেলেন বাংলাদেশি ৩ আলেম

১৫

জাকসুর ভোট গণনা শেষ

১৬

কেরানীগঞ্জে দিনদুপুরে যুবক খুন

১৭

সবজিতে কিছুটা স্বস্তি, মাছ কিনতে বিপাকে ক্রেতারা

১৮

বিশ্লেষণ / সামরিক শক্তিতে কতটা এগিয়ে কাতার

১৯

অভিজ্ঞতা ছাড়াই আবেদন করুন আবুল খায়ের গ্রুপে

২০
X