

রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সংস্থাটির নিজস্ব অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মশালা। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
ফাউন্ডেশনের দাওয়াহ ও গবেষণা বিভাগের ইনচার্জ আবুল কাসেম আদিল কালবেলাকে জানান, কর্মশালায় রিকশাচালকদের ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব, সামাজিক আচরণ, রাস্তায় নিরাপত্তা, ট্রাফিক আইন এবং স্বাস্থ্যঝুঁকি ও করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রশিক্ষকরা সেশনগুলো পরিচালনা করবেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি রিকশাচালকদের আচার-আচরণ ও পারিবারিক দায়িত্বশীলতার বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
ইসলামে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরবেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। রিকশাচালকদের সাধারণ স্বাস্থ্যঝুঁকি ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন।
স্বল্প আয়ে সংসার পরিচালনা, সঞ্চয় এবং আর্থিক শৃঙ্খলা বিষয়ে প্রশিক্ষণ দেবেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাবির আহম্মেদ। এ ছাড়া রাস্তার নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে আলাদা সেশন নেবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি টি-শার্ট ও একটি শীতের হুডি দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্য থেকে জীবনমান উন্নয়নে অগ্রণী হিসেবে নির্বাচিত একজন রিকশাচালককে ওমরায় পাঠানোর ঘোষণা দিয়েছে ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা আরও জানান, ৭০০ আসনবিশিষ্ট এ অডিটরিয়ামে বছরজুড়ে বিভিন্ন পেশাজীবীদের জন্য ধারাবাহিকভাবে দাওয়াতি, মোটিভেশন ও জীবনমান উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষের জন্য পৃথক কর্মসূচিও নেওয়া হবে বলে জানানো হয়।
মন্তব্য করুন