

ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বিকাল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশাল উপজেলায়।
আবহাওয়াবিদ রুবায়েত কবির সংবাদমাধ্যম বলছেন, ‘সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে, তারই আফটারশক এটি। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’
গতকাল বুধবার (২৬ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়।
এর মধ্যে শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী; যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
এ ভূমিকম্পে হতাহত ও কিছু ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
সূত্র : বিবিসি বাংলা
মন্তব্য করুন