

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ওই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি দুই দলেরই শেষ আন্তর্জাতিক সিরিজ, ফলে প্রস্তুতি যাচাইয়ের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে অবশ্য সাম্প্রতিক ফরম ভালো নয় বাংলাদেশের—সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল তারা। তাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্য লিটনদের।
অন্যদিকে আয়ারল্যান্ড দলটি টেস্ট সিরিজে লড়াই করে হারলেও মনোবল ধরে রেখেছে। উপমহাদেশীয় কন্ডিশনে বিশ্বকাপের আগে মানিয়ে নেওয়াই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।
মন্তব্য করুন