নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও আদায় করে নিতে হবে।
আজ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ৬ আশ্বিন ১৪৩০ বাংলা, ৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি ফজর- ৪:৩৩ মিনিট। জোহর- ১১:৫৫ মিনিট। আসর- ৪:১৪ মিনিট। মাগরিব- ৫:৫৯ মিনিট। ইশা- ৭:১৩ মিনিট।
আজ সূর্যাস্ত- ৫:৫৫ মিনিট। আগামীকাল সূর্যোদয়- ৫:৪৭ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-
বিয়োগ করতে হবে- চট্টগ্রাম: -০৫ মিনিট। সিলেট: -০৬ মিনিট।
যোগ করতে হবে- খুলনা: +০৩ মিনিট। রাজশাহী: +০৭ মিনিট। রংপুর: +০৮ মিনিট। বরিশাল: +০১ মিনিট।
মন্তব্য করুন