কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জানাজার দোয়া ও আদায় পদ্ধতি

জানাজা নামাজের দোয়া ও আদায় পদ্ধতি। ছবিঃ সংগৃহীত
জানাজা নামাজের দোয়া ও আদায় পদ্ধতি। ছবিঃ সংগৃহীত

ইসলামে জানাজা নামাজের গুরুত্ব অপরিসীম। কোনো মুসলিমের মৃত্যু হলে ইসলামের নির্দেশনা অনুযায়ী তার জানাজা, কাফন-দাফন করা জীবিত মুসলমানদের ওপর তাদের অধিকার এবং অত্যাবশ্যকীয় ফরজ। মুসলমানের জানাজা আদায় করার বিধানকে ফরজে কিফায়া বলা হয়েছে। কালবেলা অনলাইনের পাঠকদের জন্য জানাজা নামাজের দোয়া ও নিয়ম পদ্ধতি সংক্ষেপে তুলে ধরা হলো।

জানাজা নামাজের দোয়া ও আদায় পদ্ধতি

জানাজা নামাজের বিধান

কিছুসংখ্যক মুসলমান জানাজায় অংশ নিলে বা দায়িত্ব পালন করলে অন্যরা দায়মুক্ত হবেন; যদিও এলাকার সব লোক ও আত্মীয়স্বজনের দায়িত্ব (সুন্নাত) মৃতের জানাজা ও কাফন-দাফনে অংশগ্রহণ করা এবং তার স্বজনদের সান্ত্বনা দেয়া।

জানাজার নামাজের দোয়া

আবু দাউদ, ইবনু মাজাহ ও মিশকাত শরিফের একটি হাদিসে এসেছে, ‘রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, যখন তোমরা জানাজার নামাজ আদায় করবে, তখন মাইয়াতের জন্য খালেস অন্তরে দোয়া করবে।’ সুতরাং মৃত ব্যক্তি ভালোমন্দ যেমনই হোক না কেনো, তার জন্য দোয়া করতে হবে।

প্রাপ্তবয়স্কদের জানাজার দোয়া

মৃত ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে এই দোয়া পড়তে হয়—

اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِ نَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلٰى الْاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلٰى الْاِيْمَانِ উচ্চারণ : আল্লাহুম্মাগ ফিরলি হায়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াহতাহু মিন্না, ফাআহয়িহি আলাল ইসলামি ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহ আলাল ইমান। অর্থ : ‘হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদের জীবিত রেখেছেন ইসলামের ওপর জীবিত রাখুন আর যাদের মৃত্যুদান করেছেন তাদের ঈমানের সঙ্গেই মৃত্যুদান করুন।’

অপ্রাপ্তবয়স্ক শিশুর জানাজার দোয়া

আর জানাজা অপ্রাপ্তবয়স্ক কারও হলে নিচের দোয়াটি পড়তে হবে। যেমন –

اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرً ا وَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفِّعًا

উচ্চারণ : আল্লাহুম্মাজ আলহু লানা ফারাতাও ওয়াজ আলহু লানা আজরাও ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। অর্থ : ‘হে আল্লাহ, আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন, তাকে আমাদের জন্য প্রতিদানস্বরূপ করুন এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী বানান, যার সুপারিশ কবুল করা হবে।’তবে অপ্রাপ্ত বয়স্ক মরদেহ মেয়ের হলে ‘হু’(هُ) স্থানে ‘হা’(هَا) বলতে হবে।

জানাজায় অংশগ্রহণের ফজিলত

হাদিসে এসেছে, ‘রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, সে এক কিরাত পরিমাণ নেকি পাবেন, আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করে এবং দাফনের কাজে অংশ নেন তিনি দুই কিরাত পরিমাণ সওয়াব পাবেন।’ এ সময় কোনো একজন সাহাবির প্রশ্ন করলেন, ‘হে আল্লাহর রাসুল! দুই কিরাত কী’ প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত ওহুদ পাহাড়ের সমান।’(ইবনে কাছির)

জানাজা নামাজ আদায় পদ্ধতি

জানাজার নামাজ আদায়ের আগে মৃতকে কিবলার (পবিত্র কাবা শরিফ) দিকে জমিনে রাখতে হবে। ইমাম তার বুক বরাবর দাঁড়াবেন। এরপর জানাজার নিয়ত করতে হবে। নিয়ত মনে মনে করলেই যথেষ্ট।

তাকবির বলে উভয় হাত কান পর্যন্ত উঠাতে হবে। এরপর নাভির নিচে হাত বেঁধে সানা (নামাজের) পড়তে হবে। তবে সানার মধ্যে ‘ওয়া তাআলা জাদ্দুকা’এর পর ‘ওয়া জাল্লা সানাউকা’পড়তে হয়। এরপর তাকবির বলে দরুদে ইব্রাহিম পড়তে হয়। তারপর তাকবির বলে নির্দিষ্ট দোয়া পড়তে হয়। চতুর্থ তাকবির বলে ডানে ও বাঁয়ে সালাম ফিরিয়ে জানাজার নামাজ সম্পন্ন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেকের ঝড়ো ফিফটিতে ভারতের রানের পাহাড়

পিএসজি ম্যাচের আগে বার্সা শিবিরে বড় ধাক্কা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্ট, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

জাতিসংঘে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

বিভ্রান্তিমূলক প্রচারণা গুরুতর উদ্বেগের বিষয় : প্রধান উপদেষ্টা

শাবিপ্রবির তিন হলের নাম পরিবর্তন, নির্মাণাধীন তিনটির নামকরণ

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি : আমান

নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি : প্রধান উপদেষ্টা 

১০

জাতিসংঘে প্রধান উপদেষ্টা / স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধান চায় বাংলাদেশ

১১

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই বেরিয়ে গেলেন অনেক প্রতিনিধি

১২

ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিতে বাধা নেই : বাংলাদেশ ব্যাংক

১৩

পারমাণবিক স্থাপনা বানাবে ইরান, নতুন চুক্তি সই

১৪

ফ্যাসিবাদীর সঙ্গে আঁতাতকারীরা বিশেষ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে : গয়েশ্বর 

১৫

দেশে একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে : টিপু

১৬

ফরিদা পারভীনকে স্মরণ, ‘চুল কেটে’ প্রতীকী প্রতিবাদ

১৭

জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় : মাহবুবুর রহমান 

১৮

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে প্রেস সচিবের ব্যাখ্যা

১৯

বিএনপিতে যোগ দিলেন ৭০০ সনাতনী

২০
X