কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে তাহেরীর নামে মামলা

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে স্ট্যাটাস দেওয়ায় আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দাবিতে একটি কথা ফেসবুকে ছড়িয়েছে।

তবে এটি সত্য নয় বলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, গিয়াস উদ্দিন তাহেরীর নামে হওয়া মামলাটির সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে স্ট্যাটাস দেওয়ার কোনো সম্পর্ক নেই। মূলত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মাহফিলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চে তাহেরীর নামে মামলার ঘটনায় বেসরকারিন সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪-এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়।

সেখানে বলা হয়, ‘শনিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর উস্কানিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে আখাউড়ায় মামলা করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।’

প্রতিবেদনটিতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিনের বরাত দিয়ে বলা হয়, ‘পুলিশের ওপর হামলায় ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

দেশের অন্যান্য সংবাদমাধ্যম সূত্রেও একই তথ্য জানা যায় বলে উল্লেখ করেছে ফ্যাক্টওয়াচ।

এ ছাড়া তাহেরীর ফেসবুক অ্যাকাউন্ট ঘুরেও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যটির সত্যতা পাওয়া যায়। গত শনিবার রাত ৯টার দিকে একটি স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পুলিশ মাহফিলে বাধা দেওয়ার পরও আমি কি উসকানি দিয়েছিলাম, নাকি প্রশাসনের পক্ষে কথা বলেছিলাম? তারপরও আমার বিশ্বাসের পুলিশ প্রশাসন আমাকেই আসামি করলেন। আল্লাহ ভরসা।’

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি লেকচারের খণ্ডিত অংশ নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তবে তাহেরীর ফেসবুক স্ট্যাটাস ও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, তাহেরীর নামে করা মামলাটির সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে স্ট্যাটাস দেওয়ার কোনো সম্পর্ক নেই।

তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১০

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১১

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১২

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৩

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৫

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৬

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৭

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৮

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৯

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

২০
X