চলমান এশিয়া কাপের একক আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েনের কারণে বাবরদের দেশে ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানায় ভারত। এই ঘটনায় ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছিল এশিয়া কাপের স্বাগতিকরা। পরে ‘হাইব্রিড মডেল’-এর অনুমোদন দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফলে পাকিস্তান থেকে মোট ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে তিনটি সুপার ফোরের ম্যাচসহ ফাইনাল ম্যাচ রয়েছে।
পাকিস্তান থেকে ম্যাচ সরে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এসিসির সভাপতি জয় শাহের কাছে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জয় শাহ এসিসির সভাপতি হওয়ায় পাকিস্তান থেকে ম্যাচ সরানোর সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। আর তাই এই ক্রিকেট সংগঠকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। খবর আনন্দবাজার পত্রিকার।
পিসিবি আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দিলেও ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, জয় শাহকে একটি চিঠি দিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। চিঠিতে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি আশরাফ প্রশ্ন করেছেন, শেষ মুহূর্তে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে কারা দায়ী? এমনকি পাকিস্তানের অভিযোগ করেছে তাদের না জানিয়েই ম্যাচ লঙ্কায় এশিয়া কাপের ম্যাচগুলো সরিয়ে দেওয়া হয়েছিল।
পিসিবি কর্মকর্তা আরও জানিয়েছেন, চিঠিতে পিসিবির চেয়ারম্যান লেখেন, বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের মাঠ বদল করার কথা ভাবা হয়েছিল। ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে হাম্বানটোটাতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের আপত্তিতে কলম্বোতেই অনুষ্ঠিত হবে।
জাকা আশরাফ চিঠিতে দাবি করেন, গত ৫ সেপ্টেম্বরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে কলম্বোর বদলে হাম্বানটোটার ম্যাচ আয়োজনের পিচ কিইউরেটর শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে ভারত সিদ্ধান্ত নিয়েছিল ম্যাচ কলম্বোতেই হবে। এমনকি পাকিস্তানকে সেই বৈঠকের কথা জানানো হয়নি বলে অভিযোগ করেন পিসিবি প্রধান। আয়োজক দেশকে না জানিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের কঠোর সমালোচনা করেন আশরাফ।
মন্তব্য করুন