ফ্লাইটের তাড়ায় সংবাদ সম্মেলন পর্বটা দীর্ঘায়িত করলেন না বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। তিন দিনের ক্যাম্প শেষ করে ৬ দিনের ছুটিতে দক্ষিণ আফ্রিকায় ফেরার আগে উপস্থিত সংবাদকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে গেলেন তিনি। অল্প সময়ের এ ক্যাম্পে সৌম্য সরকারকে কেমন পর্যবেক্ষণ করলেন, সে কথাই শোনালেন এ প্রোটিয়া কোচ। সৌম্য যে তাদের নজরে আছেন, তা স্পষ্ট করেছেন পোথাস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের কোনো সংস্করণে নেই সৌম্য। হঠাৎ ডাক পাওয়া বিশ্বকাপে গিয়েও হতাশ করেছিলেন টিম ম্যানেজমেন্টকে। ঘরোয়া টুর্নামেন্টেও রান করতে ব্যর্থ তিনি। এমন খারাপ সময়ে সৌম্যকে পরখ করে নিতে চেয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার চাওয়াতেই সৌম্যকে জাতীয় দলের ক্যাম্পে রাখে টিম ম্যানেজমেন্ট। গত তিন দিন তার সঙ্গে কাজ করেছেন হাথুরু ও পোথাস।
তিন দিনে সৌম্যকে নিয়ে নিজের পর্যবেক্ষণ জানালেন পোথাস, ‘আমি নিশ্চিত না। কারণ আমি তার সেরাটা দেখিনি। অনেক আগে তাকে টিভিতে দেখেছি। এটা পর্যবেক্ষণ সময়। তাকে যতটা সম্ভব চাপমুক্ত রাখা যায়। আমরা জানি, তার সেরাটা খুবই ভালো। কিন্তু এ মুহূর্তে আমি তাকে ২-৩ বার নেটে দেখেছি, যেটা যথেষ্ট নয়।’ এক সময় ওপেনার হিসেবে জাতীয় দলে খেলেছিলেন সৌম্য। তবে এখন জাতীয় দলে সে পজিশনে সুযোগ পাওয়াটাই অনেক চ্যালেঞ্জের।
যদিও এসব নিয়ে ভাবনা হেড কোচের জানিয়ে পোথাস বলেন, ‘সে আগে টপ অর্ডারে খেলেছে। এটা হেড কোচের সঙ্গে কথা বলার বিষয় আছে, যেটা এখনো হয়নি। এটা মাত্র তাকে দেখার শুরু হয়েছে। তার সামনে ইমার্জিং এশিয়া কাপ হচ্ছে। দিনশেষে যে কোনো ব্যাটারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রান। সে কেমন, কেমন করত—এসব অমূলক। দলের যেটা দরকার সেটা হচ্ছে রান।’
চোট কাটিয়ে ফেরা তামিম ইকবালেরও ব্যাটিং ধরনে কিছুটা পরিবর্তন এনেছেন পোথাস। তবে সে ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে বিস্তর কথা বলতে চান না তিনি।
মন্তব্য করুন