রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে

কোচ চন্ডিকা হাথুরুসিংহ (ইনসাটে জালাল ইউনুস)। ছবি : সংগৃহীত
কোচ চন্ডিকা হাথুরুসিংহ (ইনসাটে জালাল ইউনুস)। ছবি : সংগৃহীত

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়া চট্টগ্রামে চলছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি। এর আগে দুবার ঢাকার ফেরার সময় জানিয়ে ছিলেন তিনি। তবে ফেরা হয়নি তার। এবার টাইগারদের প্রধান কোচের ফেরার নতুন সময় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে চলতি বছর এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে তারকা লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছিল বিসিবি। চুক্তিটা হয়েছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পাকিস্তানের সাবেক তারকা লেগ স্পিনারের কাজ মনে ধরে বিসিবির কর্তাদের।

সাবেক এ তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো আগ্রহ দেখায় বিসিবি। তবে এর আগেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি। ফলে আগ্রহ থাকলেও মুশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে তখন জানানো হয়েছিল চাইলে মাঝে মধ্যে খণ্ডকালীন চুক্তি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। আসন্ন পাকিস্তান সফরে আগে এ স্পিন বোলিং কোচকে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিসিবি কার্যালয়ে বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে বিসিবির এই কর্তা বলেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত।’

তবে ভবিষ্যতে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানান জালাল ইউনুস, ‘তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ছুটির আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জালাল ইউনুস জানান আগামী ২ আগস্ট দেশে ফিরে, পরদিন (৩ আগস্ট) পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতিতে যোগ দিবেন লঙ্কান এই কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে থেমে বৃষ্টি ঝরবে কয়েকদিন, মঙ্গলবার থেকে ভারি বৃষ্টি

মানুষের বাস্তব সংকট সমাধানকে গুরুত্ব দিতে হবে : জোনায়েদ সাকি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল, ৮ মিনিটেই শেষ চার ক্যাটাগরি

শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষা ৩১ মে / জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ৫ লাখ পরীক্ষার্থী

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন, জানালেন প্রেস সচিব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি / ‘অটোপাস’ অসম্ভব, ইনকোর্স নিয়ে চলছে ‘প্রহসন’

রোগী সেজে হাসপাতালে দুদকের অভিযান, অতঃপর...

হামজাদের কাঁদিয়ে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

১০

অবাধ-নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে : নয়ন

১১

সাউথইস্ট ব্যাংক গৌরবময় ৩০ বছরের পথচলা

১২

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

১৩

বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করতে হবে পাহাড়িদের : কাদের গনি চৌধুরী 

১৪

ডিসেম্বরের আগেই নির্বাচন, তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন : সেলিম ভূঁইয়া

১৫

শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানির মূল্য পরিশোধ করতে হবে : উপদেষ্টা রেজওয়ানা

১৬

ভিটিউটর মাইক্রোসফট ন্যাশনাল জিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩ শিক্ষার্থী

১৭

বৈঠকে ৩ উপদেষ্টাকে নিয়ে কী বলেছে বিএনপি

১৮

কৃষক দল নেতা হত্যায় ১৮ বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট

১৯

সৌদিতে পবিত্র হজের প্রস্তুতি, পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার মুসল্লি

২০
X