স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে বাবরকে ফাঁদে ফেলে আউট করেন নাহিদ (ভিডিও)

পরিকল্পনা অনুযায়ী বাবরকে আউট করেছিলেন নাহিদ। ছবি : সংগৃহীত
পরিকল্পনা অনুযায়ী বাবরকে আউট করেছিলেন নাহিদ। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ দল। টাইগারদের স্মরণীয় এই জয়ে অবদান রেখেছেন প্রায় সবাই। যার মধ্যে তরুণ পেসার নাহিদ রানার ভূমিকাও রয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তিনিই যে ফিরিয়েছেন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমকে। টেস্ট শেষ হওয়ার তিন দিন পর এবার নাহিদ রানা জানালেন কোন পরিকল্পনায় টাইগাররা বাবরকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন।

মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা নাহিদ কীভাবে বাবরকে আউট করলেন, সেই পরিকল্পনা জানিয়েছেন বিসিবির প্রকাশিত এক ভিডিওতে। নাহিদ জানান, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান বাবরের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা সাজিয়েছিলেন, যা নাহিদ মাঠে বাস্তবায়ন করেন। তিনি বলেন, ‘অধিনায়ক আমাকে সামনে সামনে বাউন্সার করার পরিকল্পনা দিয়েছিল। বাবর তখন চাপে ছিলেন, কারণ আগের দুই বোলার (শরীফুল এবং হাসান মাহমুদ) ভালো বোলিং করেছিলেন। ব্যাকফুটে থেকে সামনের বলে ড্রাইভ করতে গিয়ে আউট হয়ে যান তিনি।’

রানার ঘণ্টায় ১৪৬.৪ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে বাবর ইনসাইড এজ হয়ে বোল্ড হন।

প্রথম ইনিংসে ১৯ ওভারে ১০৫ রান দিয়ে উইকেটশূন্য থাকা নাহিদ দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেন। ৬ ওভারে ৩০ রান দিলেও তাঁর ধারাবাহিক বাউন্সারে পাকিস্তানি ব্যাটসম্যানদের বেশ কয়েকবার বিপদে ফেলেন। নাহিদ বলেন, ‘উইকেট ছিল ব্যাটিং সহায়ক। আমরা বোলাররা লাইন টু লাইন বোলিং করার চেষ্টা করেছি। অধিনায়ক যে পরিকল্পনা দিয়েছিলেন, সেই অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছি। আমার নিজের ওপর এবং অধিনায়কের ওপর বিশ্বাস ছিল।’

২১ বছর বয়সী এই পেসার তার সাফল্যের জন্য সতীর্থদেরও কৃতিত্ব দিয়েছেন, ‘সাকিব ভাই আর মুশফিক ভাইদের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলতে পারা অনেক বড় কিছু। তাদের সঙ্গে মাঠে খেলতে পারা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। হাসান মাহমুদ ও শরীফুল ভাই আমাকে লাইন–লেংথ ঠিক রাখতে সাহায্য করেছেন।’

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশি পেসাররা সবাই ভালো বোলিং করেছেন। আরেক পেসার হাসান মাহমুদ ৩টি উইকেট নেন এবং রানার প্রশংসা করেন, ‘নাহিদের বোলিং অ্যাফোর্ট দেখে মনে হয়েছে ও দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলে নিচ্ছে। আমরা সবাই ওকে যতটা সম্ভব উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি।’

পাকিস্তানের বিপক্ষে টেস্টের শেষ দিনে বাংলাদেশের জয়ে বল হাতে দারুণ ভূমিকা রাখেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এই দুই স্পিনার মিলে ৭টি উইকেট শিকার করে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X