শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে বাংলাওয়াশের পর যা বললেন শান্ত

ট্রফি হাতে নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
ট্রফি হাতে নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

নিজেদের ইতিহাসে প্রথমবার টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দারুণ এই সিরিজ জয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই। সেই তালিকায় আছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার অসাধারণ অধিনায়কত্বই সিরিজের পার্থক্য গড়ে দিয়েছি বলে ধরা হচ্ছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দলের সার্বিক পারফরম্যান্সে অত্যন্ত সন্তুষ্ট এই ব্যাটার মনে করেন, এই সিরিজ জয় দলকে অনেক আত্মবিশ্বাস জোগাবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়তা করবে।

শান্ত বলেন, ‘সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারব না, সত্যিই খুব খুশি। এখানে আসার আগে থেকেই আমরা জয়ের লক্ষ্য নিয়ে এসেছিলাম এবং প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি ভীষণ সন্তুষ্ট।’

দলের বোলিং ইউনিটের প্রশংসা করে শান্ত বলেন, ‘বোলিং ইউনিট খুবই প্রভাবশালী ছিল। তাদের পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। প্রত্যেকেই নিজেকে সততার সাথে প্রস্তুত করেছে এবং জয়টা তাদের লক্ষ্য ছিল। এই কাজের নীতি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করি তারা এভাবেই চালিয়ে যাবে।’

শান্ত আরও উল্লেখ করেন ওপেনিং ব্যাটারদের অবদান নিয়ে। যদিও মাহমুদুল হাসান জয় কিছু ইনজুরির কারণে খেলা মিস করেছেন, তবে সাদমান ইসলামের প্রথম ইনিংসে ৯৩ রানের ইনিংসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এ ছাড়া জাকির হাসানের ছয়-সাত ওভারের আগ্রাসী ব্যাটিং দলের জন্য মোমেন্টাম এনে দিয়েছে বলে মনে করেন অধিনায়ক।

মিডল-অর্ডারের খেলোয়াড়দের প্রসঙ্গে শান্ত বলেন, ‘দলের মিডল অর্ডারের অভিজ্ঞ খেলোয়াড়রা যেমন মুশফিক ভাই, সাকিব ভাই, লিটন, ও মুমিনুল আমাদের অনেক অভিজ্ঞতা এনে দিয়েছে। পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ, এবং এই সিরিজ আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। আমি আশা করি, তারা আগামী সিরিজে আরও ভালো করবে।’

মেহেদী হাসান মিরাজের ভূমিকা নিয়েও প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে মিরাজ যে ধরনের উইকেটে পাঁচটি উইকেট নিয়েছে, তা সত্যিই চমৎকার। সাম্প্রতিক সময়ে কোচদের সঙ্গে কাজ করে তার উন্নতি ছিল চোখে পড়ার মতো। আশা করি, ভারতের বিপক্ষেও সে একইভাবে পারফর্ম করবে।’

অধিনায়ক শান্ত দলের পারফরম্যান্স সম্পর্কে বলেন, ‘এটা পুরোপুরি একটা দলগত খেলা ছিল। যারা মাঠে নামতে পারেনি, তারাও প্রচুর পরিশ্রম করেছে, যা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শুধু রান করা বা উইকেট নেওয়ার ওপর আমাদের দৃষ্টি ছিল না, বরং যারা সুযোগ পায়নি, তাদেরও অবদান ছিল অপরিসীম। এটাই আমাদের সাফল্যের মূল কারণ, এবং আমি আশা করি এ সংস্কৃতি ধরে রাখব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X