দেড় দশক ধরে বন্ধ হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান। তবে ঠিক কী কারণে বন্ধ হয়ে গেল এমন আয়োজন, সে ব্যাপারে কখনো মিলেনি কোন সদুত্তর। অবশেষে সেই রীতি ফেরাতে যাচ্ছে বিসিবি। চলতি বছর থেকেই ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে বোর্ড।
গতকাল মিরপুরে অষ্টম বোর্ড সভায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, চলতি বছর থেকে অ্যাওয়ার্ড নাইট চালুর ব্যাপারে অনুমোদন দিয়েছে বিসিবি। বছরের শেষ নাগাদ অনুষ্ঠানটি আয়োজন করবে বোর্ড।
সর্বশেষ ২০০৭ সালে অ্যাওয়ার্ড নাইটের আয়োজন করে বিসিবি। এরপর থেকে বন্ধ ছিল এমন আয়োজন। এবার বছরজুড়ে পারফর্ম করা প্রত্যেক খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, উদীয়মান ক্রিকেটার, সাংবাদিক এবং গ্রাউন্ডসম্যানরাও এ পুরস্কারের বিবেচনায় থাকবেন। এ ছাড়াও ক্রিকেট সংগঠকদেরও এ পুরস্কারের জন্য বিবেচনা করবে বোর্ড।
মন্তব্য করুন