স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের মন্তব্যের জবাব দিলেন সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন চন্ডিকা হাথুরুসিংহে, তবে তার সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি থাকছেন না সেটা একপ্রকার নিশ্চিত। তাই জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগের আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে দেশি কোচ নিয়োগেরও।

এ নিয়ে সম্প্রতি দেশের একজন কোচকে জাতীয় দলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে। তবে সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশের কারও এই মুহূর্তে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো সামর্থ্য নেই। তামিমের এই মন্তব্যের পক্ষে মতপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ কোচ সালাউদ্দিন।

সালাউদ্দিন তামিমের বক্তব্যকে সমর্থন করে বলেন, ‘তামিম সঠিক কথা বলেছে। জাতীয় দলে নতুন ক্রিকেটারদের যেমন প্রস্তুতি নিতে সময় লাগে, তেমনি কোচদেরও সময় দেওয়া উচিত। খেলোয়াড়দের প্রস্তুত হতে যদি ৫ বছর লাগে, তবে কোচদেরও এই সময়ের প্রয়োজন হয়।’

বিশ্বব্যাপী অনেক বোর্ড দেশীয় কোচদের প্রাধান্য দিচ্ছে। উদাহরণস্বরূপ, প্রতিবেশী ভারতের হেড কোচের পদে বহু বছর ধরে দেশীয় কোচ রয়েছেন। শ্রীলঙ্কাও সম্প্রতি তাদের কিংবদন্তি সনৎ জয়াসুরিয়াকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও কি একই পথে হাঁটা উচিত কিনা, সেই প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার মনে হয় না এখন কোনো বাংলাদেশি কোচ প্রধান কোচ হওয়ার যোগ্য। তবে দু-তিনজন আছেন যারা সহকারী কোচ হতে পারেন।’

তামিম আরও বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাতে দেশি ও বিদেশি কোচ থাকা উচিত। প্রধান কোচ হিসেবে একজন বিদেশি কোচ এবং তার সঙ্গে বড়জোর দুজন বিদেশি কোচ থাকতে পারেন। বাকি ৭০ শতাংশ পদে স্থানীয় কোচদের নিয়োগ দেওয়া উচিত। এতে স্থানীয় কোচদের বিকাশের সুযোগ তৈরি হবে এবং তারা একদিন প্রধান কোচ হওয়ার যোগ্যতা অর্জন করবেন।’

এমন মন্তব্যে বাংলাদেশের কোচিং কাঠামোতে দেশি কোচদের ভূমিকা এবং ভবিষ্যৎ বিকাশের বিষয়ে আলোচনা আরও তীব্র হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকের নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা

এশিয়া কাপে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আজ

অস্কারে যাচ্ছে ইরানের ছবি 

এমবাপ্পের দুই পেনাল্টিতে রিয়ালের রোমাঞ্চকর জয়

বাংলাদেশের জয়ের পর গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের চিত্র

প্রথম বলে উইকেট আর ম্যাচ সেরা হওয়ার পর নাসুমের প্রতিক্রিয়া

জীবন দেব তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না : ইশরাক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর যা বললেন লিটন

একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

১০

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম

১১

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

১২

রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী

১৩

আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

১৪

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

১৫

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

১৬

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

১৭

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

১৮

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

১৯

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

২০
X