স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বড় জয়ে বিপিএল শুরু রংপুরের

দুর্দান্ত বোলিং করেছেন শেখ মেহেদী। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বোলিং করেছেন শেখ মেহেদী। ছবি : সংগৃহীত

শুরু হয়েছে বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের একাদশ আসর। প্রথম দিনে এরইমধ্যে মাঠে নেমে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে বরিশালের সঙ্গী হয়েছে আরেক শক্তিশালী দল রংপুর রাইডার্স।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে যেয়ে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে টাইগার স্পিনার শেখ মেহেদীর ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে ঢাকার ইনিংস থামে ১৫১ রানে। রংপুরের হয়ে শেখ মেহেদীর ৪ উইকেট ছাড়াও পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ নেন ২ উইকেট।

১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিল ঢাকা। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে মাত্র ৪৫ বলে আসে ৬৫ রান। তবে শেখ মেহেদীর ঘূর্ণিতে সেই জুটি ভেঙে হঠাৎই ধস নামে ঢাকার ব্যাটিং অর্ডারে।

ইনিংসের অষ্টম ওভারে মেহেদী প্রথমে ফেরান তানজিদ তামিম (২১ বলে ৩০) ও হাবিবুর রহমান সোহানকে (২ বলে ৬)। এরপর নবম ওভারে আউট করেন লিটন দাস (২৭ বলে ৩১) ও ফারমানউল্লাহকে (১)। মাত্র ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ৬৫ থেকে স্কোর দাঁড়ায় ৭৫/৪।

৭৫ রানে দলের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকার দল। থিসারা পেরেরা ৮ বলে ১৭, মুকিদুল মুগ্ধ ১১ বলে ১৮ এবং নাজমুল অপু ১৬ বলে ১২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলটি ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রানেই থামে।

রংপুরের হয়ে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট। এছাড়া খুশদিল শাহ নেন ২ উইকেট, খরচ করেন মাত্র ১৫ রান।

এর আগে ব্যাট করতে নেমে রংপুরের সাইফ হাসান, ইফতিখার আহমেদ ও খুশদিল শাহের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স।

শুরুতে অবশ্য ভালো কিছু করতে পারেননি স্টিভেন টেলর (৭ বলে ১৪) ও অ্যালেক্স হেলস (৬ বলে ৫)। তাদের আউটের পর সাইফ হাসান (৩৩ বলে ৪০) ও ইফতিখার আহমেদ (৩৮ বলে ৪৯) ৬৫ বলে ৮৯ রানের বড় জুটি গড়েন। তবে আলাউদ্দীন বাবুর টানা দুই ওভারে এই দুই সেট ব্যাটার আউট হয়ে ফেরেন।

পরবর্তীতে নুরুল হাসান সোহানের ঝোড়ো ১১ বলে ২৫ রান ও খুশদিল শাহর অপরাজিত ২৩ বলে ৪৩ রানে রংপুর স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৯১ রানের শক্তিশালী সংগ্রহ পায়।

এই জয়ে দারুণ আত্মবিশ্বাসী রংপুর রাইডার্স নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার প্রত্যয় নিয়েই মাঠে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’ এর যাত্রা শুরু

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজ আসনে নুরের গণসংযোগ

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১০

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১১

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১২

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৩

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

১৪

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

১৫

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৬

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

১৭

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

১৮

এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনি ক্যানসারে ভুগছেন

১৯

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

২০
X