বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কঠোর পরিশ্রমে বিশ্বাসী বাংলাদেশ কোচ

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা চলছে—তারা কি প্রস্তুত? যখন গ্রুপের অন্যান্য দল ওয়ানডে ক্রিকেটের মধ্যে ব্যস্ত, তখন বাংলাদেশের খেলোয়াড়রা কি মানসিকভাবে তৈরি? এই প্রসঙ্গে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বাস্তবতা স্বীকার করেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না।

সিমন্স স্বীকার করেছেন, দলের প্রস্তুতি আদর্শ পর্যায়ের হয়নি। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ দলগুলো সাদা বলের ক্রিকেটের মধ্যে থাকায় স্কিলের দিক থেকে এগিয়ে।

‘হ্যাঁ, আমি একমত, আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা সাদা বলের ক্রিকেটের মধ্যেই ছিল, তাই স্কিলের দিক থেকে শাণিত আছে। আমাদের আগামী ৬-৭ দিনে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। স্কিল তো আছেই, এখন ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করাই আসল কাজ।’

নাজমুল হোসেন শান্তর ম্যাচ খেলার সুযোগ হয়নি। দীর্ঘদিন ওয়ানডে না খেলা কি তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে?

সিমন্স মনে করেন, ম্যাচ না খেললেও কঠোর পরিশ্রমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘সে খেলুক বা না খেলুক, প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবাইকে স্ট্রং মেন্টাল এটিটিউড নিয়ে এগোতে হবে। ৫০ ওভারের ম্যাচ হয়নি, এটা ঠিক। তবে শান্ত প্রস্তুতি নিয়েছে, সামনেও নিবে।’

নাহিদ রানা বিপিএলে অনেক ম্যাচ খেলেছেন। এতে কি তার কার্যকারিতা কমেছে এই প্রশ্নের সিমন্স বললেন, ‘গত কয়েক ম্যাচে তাকে একটু স্লো মনে হয়েছে। রানআপও স্বাভাবিকের চেয়ে কম ছিল। তবে যেহেতু তার দল আগেভাগে বিদায় নিয়েছে, সে বিশ্রামও পেয়েছে। ক্যারিবিয়ানে যেমন গতি ও ধার ছিল, গতকাল তাকে তেমনই মনে হয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো হবে দিনের আলো ও ফ্লাডলাইটের সংমিশ্রণে। বাংলাদেশ দল তাই অনুশীলনে এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দিনে ব্যাটিং-বোলিং করেছি, আবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতেও অনুশীলন করেছি। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ম্প্রতিক পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তবে সিমন্স মনে করেন, লিটন এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

‘ওর সাথে আমার কথা হয়েছে। আমি মনে করি দলে না থাকাটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেবে। সে ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলেও ভালো খেলেছে। এমন একজন খেলোয়াড়কে আমরা অবশ্যই মিস করব। তবে আমরা সবাই জানি, সেও মেনে নিয়েছে যে সে রান করছে না। এ কারণেই দলের বাইরে। তবে আমি জানি, সে ঘুরে দাঁড়াতে কঠোর পরিশ্রম করছে।’

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরোপুরি প্রস্তুত কি না, তা সময়ই বলে দেবে। তবে প্রধান কোচের মতে, মানসিকভাবে শক্ত থাকলে ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব। এখন শুধু মাঠের চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X