স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বিতর্কিত কাণ্ড, আইসিসিকে পাকিস্তানের চিঠি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত, যাতে ক্ষুদ্ধ পিসিবি। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত, যাতে ক্ষুদ্ধ পিসিবি। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক! এবার জাতীয় সংগীত নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন গাদ্দাফি স্টেডিয়ামে ভুলবশত বাজিয়ে দেওয়া হয় ভারতের জাতীয় সংগীতের অংশ, যা মুহূর্তেই বিতর্কের ঝড় তোলে। হতবাক দর্শকরা, ক্ষুব্ধ পিসিবি—অবশেষে পুরো বিষয়টির ব্যাখ্যা চেয়ে সরাসরি আইসিসিকে চিঠি পাঠিয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এক হাই-ভোল্টেজ ম্যাচ, মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে দুই দলের জাতীয় সংগীত বাজানোর কথা। কিন্তু তখনই ঘটে বিপত্তি—ইংল্যান্ডের ‘গড সেভ দ্য কিং’-এর বদলে বাজতে শুরু করে ভারতের জাতীয় সংগীতের অংশ! যদিও কয়েক সেকেন্ড পরেই ভুলটি সংশোধন করা হয়, ততক্ষণে তা ক্যামেরায় ধরা পড়ে, আর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, এমন বিতর্কিত ভুল নিছক প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং এটি ‘অপরিকল্পিত’ হলে অবাক হওয়ার কিছু নেই।

এই বিভ্রাটে ক্ষুব্ধ পিসিবি। আইসিসিকে পাঠানো চিঠিতে তারা স্পষ্ট করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় সংগীত বাজানোর দায়িত্ব আইসিসিরই মনোনীত পরিচালকদের ওপর বর্তায়। সেক্ষেত্রে, যখন ভারতের কোনো ম্যাচই পাকিস্তানে হচ্ছে না, তখন কীভাবে তাদের জাতীয় সংগীতের অংশ তালিকায় অন্তর্ভুক্ত হলো?

পিসিবির এক সূত্র জানিয়েছে, ‘এটা বোঝা কঠিন, যেখানে ভারতের দল পাকিস্তানে খেলছেই না, সেখানে তাদের জাতীয় সংগীতের অংশ বাজানোর সুযোগই বা আসে কোথা থেকে? আইসিসির এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত।’

এর আগে সম্প্রচার বিভ্রাট নিয়েও আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল পিসিবি। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় সম্প্রচারের স্ক্রিনে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজনকারী হিসেবে পাকিস্তানের নামের লোগো দেখা যায়নি। প্রথমে আইসিসি একে ‘ত্রুটি’ বলে ব্যাখ্যা দিলেও পরে বিষয়টি স্বীকার করে নেয় এবং পরবর্তী ম্যাচগুলোতে মূল লোগো ব্যবহারের প্রতিশ্রুতি দেয়।

এই ঘটনার পেছনে আরও বড় এক বাস্তবতা লুকিয়ে আছে। ভারতের সরকারিক নিয়ন্ত্রণের কারণে বিসিসিআই ইতিমধ্যেই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। দীর্ঘ আলোচনার পর ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু সেই প্রেক্ষাপটেই পাকিস্তানে ভারতের জাতীয় সংগীত বাজানোকে পিসিবি নিছক 'ভুল' হিসেবে মানতে নারাজ।

ক্রিকেট কূটনীতির ময়দানে ভারত-পাকিস্তানের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, আইসিসি কী ব্যাখ্যা দেয় এবং এই ঘটনা পাকিস্তানের আয়োজক মর্যাদার ওপর কোনো প্রভাব ফেলে কিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

ভারতে আজহারির নামে ‘মাহফিলের’ প্রচারণা, যা জানা গেল

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অতিরিক্ত খাওয়া থামানোর সহজ ১০ উপায়

১০

ভারত বাদ, বাংলাদেশ-চীনকে নিয়ে জোটের প্রস্তাব পাকিস্তানের

১১

ফুটবল বিশ্বকাপে ফিফার নিরপেক্ষতা নিয়ে গুরুতর বিতর্ক

১২

পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৪

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

১৪

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

১৫

ফিফার শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

১৬

বারবার ফোন আনলকে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি, জানুন কীভাবে

১৭

৩৫০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা

১৮

সিরিয়াকে সুখবর দিল কানাডা

১৯

সীমান্তে এবারও হলো না দুই বাংলার মিলনমেলা

২০
X