স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল নিয়ে ব্যাটিং করতে নেমে ভাইরাল কাউন্টি ক্রিকেটার

বেইলির পকেট থেকে মোবাইল পড়ে যাওয়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত
বেইলির পকেট থেকে মোবাইল পড়ে যাওয়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এক বিরল এবং মজার ঘটনার জন্ম দিলেন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে ১০ নম্বরে ব্যাট করতে নামা এই অভিজ্ঞ ক্রিকেটার হঠাৎ এমন কিছু করে বসলেন, যা দেখে হতবাক সকলেই—আর তাতে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে হাসির ঝড়।

ম্যাচের ১১৪তম ওভারের ঘটনা। জোশ শ'র করা বলে একটি নিখুঁত ফ্লিকে দুই রান নিতে যান বেইলি। দ্বিতীয় রানটা নিতে গিয়ে নন-স্ট্রাইকার এন্ডে পৌঁছতেই আচমকাই তার পকেট থেকে মাটিতে পড়ে যায় একটি মোবাইল ফোন! ধারাভাষ্যকাররা চোখ কপালে তুলে বলেন, ‘কিছু একটা পড়ে গেছে ওর পকেট থেকে... ওটা কি মোবাইল ফোন?!’—সঙ্গে সঙ্গেই আরেকজন মন্তব্য করেন, ‘না বলো, এ হতে পারে না!’

৩৪ বছর বয়সী এই পেসার ব্যাট হাতে যখন উইকেটে, তখন কীভাবে মোবাইল ফোন সঙ্গে ছিল, সেটা ভেবে অবাক হয়েছেন সবাই। ধারাভাষ্যকারের কৌতুকমিশ্রিত উদ্বেগের সুরে শোনা যায়, ‘এটা হয়তো রিপোর্ট পর্যন্ত গড়াতে পারে। একজন ব্যাটসম্যান মাঠে মোবাইল ফোন নিয়ে খেলছে—এটা তো নিয়মের বাইরে!’

এদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ভিডিওতে দেখা যায়, বলটি ফিল্ডারদের কাছ থেকে ফেরত আসার সময় বোলার নিজেই মোবাইলটি কুড়িয়ে নেন। এরপর সেটা আম্পায়ারের হাতে দেওয়া হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত নয়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের হাস্যরসে ভরে ওঠে টুইটার, ইনস্টাগ্রামসহ নানা প্ল্যাটফর্ম। ‘নো কনটেক্সট কাউন্টি ক্রিকেট’ নামের একটি জনপ্রিয় একাউন্ট ভিডিওটি শেয়ার করলে সাবেক ইংল্যান্ড পেসার অ্যালেক্স টিউডার রিপ্লাই দেন শুধুই একটা ‘ফেসপাম’ ইমোজি দিয়ে। কেউ কেউ আবার তাকে পরামর্শ দেন যেন ল্যাঙ্কাশায়ারের সোশ্যাল মিডিয়া অ্যাডমিন হিসেবেও চাকরি নেন, কারণ 'অ্যাডমিনরাও মাঝেমধ্যে পকেটে ফোন নিয়ে বেরিয়ে যান!'

অবশ্য এই ভুলের মধ্যেও ব্যাট হাতে ছোটখাটো অবদান রেখেছেন বেইলি। ৩১ বলে অপরাজিত ২২ রানে দলকে পৌঁছে দিয়েছেন ৪৫০ রানে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে—স্মরণ করিয়ে দেন কেউ কেউ। প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার রবি বোপারা একবার টুইট করেছিলেন, ‘বিশ্বাসই হচ্ছে না, আমি মোবাইল ফোন পকেটে নিয়ে ব্যাট করেছি!’ সেই টুইটের উত্তর দিতে দেরি করেননি ওয়াইস শাহ। তিনি মজার ছলে লেখেন, ‘সত্যি বলো তো, এটা কি কারো আশ্চর্য হওয়া উচিত? আমি তো অবাক হয়েছি তুমি ব্যাটটা মনে রেখেছিলে!’

এটা প্রযুক্তির যুগ, তবু মাঠে মোবাইল নিয়ে ব্যাটিং? এমন মজার কাণ্ড ক্রিকেটপ্রেমীদের জন্য রয়ে যাবে অনেকদিনের হাসির খোরাক হিসেবে। তবে ভবিষ্যতে হয়তো কোচদের নির্দেশনায় ‘পকেট চেক’ হয়ে যাবে নিয়মিত অংশ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজনীতি না ছাড়ায়’ কৃষক দল নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

শাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে ‘রহস্যময়’ পোস্ট হাসনাতের

ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রতিশোধ : আমান উল্লাহ

গাজায় চেষ্টা করেও বাঁচানো যায়নি ইসরায়েলের সেনাকে

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

টি-স্পোর্টস থেকে পাওনা নিচ্ছে না বিসিবি

খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহমুদ

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

১০

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

১১

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

১২

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

১৩

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

১৪

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

১৫

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

১৬

ময়মনসিংহের ৬০ মন্দিরে বিএনপির উৎসব প্রণোদনা

১৭

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

১৮

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

১৯

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

২০
X