স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে গেলেন মুস্তাফিজ, তাহলে কি আইপিএল খেলবেন না?

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

টুর্নামেন্টের শেষপ্রান্তে এসে আইপিএল ২০২৫-এ সবচেয়ে চমকপ্রদ খবরটি এসেছে দিল্লি ক্যাপিটালস শিবির থেকে—বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে তারা। তবে মুস্তাফিজের এই অন্তর্ভুক্তি নিয়ে উঠেছে এক বড় প্রশ্ন—তিনি এরইমধ্যে জাতীয় দলের হয়ে খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেখানে নামবেন নাকি দিল্লির হয়ে আইপিএলে খেলবেন?

দিল্লির ঘোষণায় এসেছে স্পষ্ট বার্তা—ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক আর খেলছেন না, তার পরিবর্তেই নেওয়া হয়েছে মুস্তাফিজকে। তবে আজ (১৪ মে) বিকেল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়নি, মুস্তাফিজ আইপিএলে খেলার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) চেয়েছেন। উল্টো জাতীয় দলের অন্য সদস্যদের সঙ্গে আমিরাতের বিমান ধরেছেন তিনি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির কাছে এখনো মুস্তাফিজ বা তার পক্ষ থেকে কেউ আইপিএলে খেলার জন্য কোনো অনাপত্তিপত্র চায়নি।

প্রসঙ্গত, ১৭ ও ১৯ মে শারজায় আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে দিল্লির বাকি তিনটি ম্যাচ পড়েছে ১৮, ২১ ও ২৪ মে। তাই জাতীয় দলের হয়ে সিরিজ খেললে দিল্লির প্রথম ম্যাচে মাঠে নামা অসম্ভব মুস্তাফিজের জন্য। তবে বিসিবি যদি ম্যাচের পর তার আইপিএল খেলার অনুমতি দেয়, তাহলে শেষ দুটি ম্যাচে খেলতে পারেন তিনি।

তবে যা জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে মাত্র দুদিনের আলোচনায় দ্রুতই চূড়ান্ত হয় মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত। আজ দুপুরেই বিষয়টি নিশ্চিত হন মুস্তাফিজ। যদিও তার পক্ষ থেকে এখনো বিসিবির কাছে NOC চাওয়া হয়নি, তবু আইপিএলের ওয়েবসাইট ও দিল্লির সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ হয়ে গেছে।

এর আগেও ২০২২ ও ২০২৩ আইপিএলে দিল্লির হয়ে খেলেছেন মুস্তাফিজ। দুই মৌসুম মিলিয়ে ১০ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এবার অবশ্য তার মূল্য উঠেছে রেকর্ড ৬ কোটি রুপি, যা বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে (প্রায় ৪ কোটি টাকা) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

তবে মাঠে নেমে সেই মূল্যের প্রতিফলন ঘটাতে পারলেও ম্যাচ সংখ্যা বেশি নয় মুস্তাফিজের জন্য। দিল্লি এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে, শেষ তিন ম্যাচ জিতলেও প্লে-অফ নিশ্চিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা মঈন খানের 

আয়কর ও শুল্ক ক্যাডারের অ্যাসোসিয়েশন থেকে কর্মকর্তাদের গণপদত্যাগ 

ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

‘শারীরিকভাবে আঘাত করার রাজনীতি থেকে বেরিয়ে আসুন’

মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি : উপদেষ্টা আসিফ

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ হটকারী আচরণ : শিবির সভাপতি

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ন্যাক্কারজনক : রাফে সালমান রিফাত

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক

নানকসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

মাহফুজকে বোতল নিক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানালেন হাসনাত

১১

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ

১২

পরীক্ষা দিতে গিয়ে সন্তান জন্ম দিলেন হাজেরা

১৩

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

১৪

দেড় যুগ পর নিজ গ্রামের বাড়িতে গেলেন ড. ইউনূস

১৫

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল জ্যোতিরা

১৬

মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য

১৭

সাংবাদিকদের হামলা করে মামলা দিলেন যুবক

১৮

জবি শিক্ষার্থীদের লং মার্চে গুরুতর আহত সাংবাদিক হাসপাতালে

১৯

বার্ষিক সাধারণ সভার তারিখ জানাল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ

২০
X