স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে গেলেন মুস্তাফিজ, তাহলে কি আইপিএল খেলবেন না?

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

টুর্নামেন্টের শেষপ্রান্তে এসে আইপিএল ২০২৫-এ সবচেয়ে চমকপ্রদ খবরটি এসেছে দিল্লি ক্যাপিটালস শিবির থেকে—বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে তারা। তবে মুস্তাফিজের এই অন্তর্ভুক্তি নিয়ে উঠেছে এক বড় প্রশ্ন—তিনি এরইমধ্যে জাতীয় দলের হয়ে খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেখানে নামবেন নাকি দিল্লির হয়ে আইপিএলে খেলবেন?

দিল্লির ঘোষণায় এসেছে স্পষ্ট বার্তা—ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক আর খেলছেন না, তার পরিবর্তেই নেওয়া হয়েছে মুস্তাফিজকে। তবে আজ (১৪ মে) বিকেল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়নি, মুস্তাফিজ আইপিএলে খেলার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) চেয়েছেন। উল্টো জাতীয় দলের অন্য সদস্যদের সঙ্গে আমিরাতের বিমান ধরেছেন তিনি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির কাছে এখনো মুস্তাফিজ বা তার পক্ষ থেকে কেউ আইপিএলে খেলার জন্য কোনো অনাপত্তিপত্র চায়নি।

প্রসঙ্গত, ১৭ ও ১৯ মে শারজায় আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে দিল্লির বাকি তিনটি ম্যাচ পড়েছে ১৮, ২১ ও ২৪ মে। তাই জাতীয় দলের হয়ে সিরিজ খেললে দিল্লির প্রথম ম্যাচে মাঠে নামা অসম্ভব মুস্তাফিজের জন্য। তবে বিসিবি যদি ম্যাচের পর তার আইপিএল খেলার অনুমতি দেয়, তাহলে শেষ দুটি ম্যাচে খেলতে পারেন তিনি।

তবে যা জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে মাত্র দুদিনের আলোচনায় দ্রুতই চূড়ান্ত হয় মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত। আজ দুপুরেই বিষয়টি নিশ্চিত হন মুস্তাফিজ। যদিও তার পক্ষ থেকে এখনো বিসিবির কাছে NOC চাওয়া হয়নি, তবু আইপিএলের ওয়েবসাইট ও দিল্লির সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ হয়ে গেছে।

এর আগেও ২০২২ ও ২০২৩ আইপিএলে দিল্লির হয়ে খেলেছেন মুস্তাফিজ। দুই মৌসুম মিলিয়ে ১০ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এবার অবশ্য তার মূল্য উঠেছে রেকর্ড ৬ কোটি রুপি, যা বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে (প্রায় ৪ কোটি টাকা) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

তবে মাঠে নেমে সেই মূল্যের প্রতিফলন ঘটাতে পারলেও ম্যাচ সংখ্যা বেশি নয় মুস্তাফিজের জন্য। দিল্লি এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে, শেষ তিন ম্যাচ জিতলেও প্লে-অফ নিশ্চিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১০

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১১

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১২

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৩

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৪

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৬

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৮

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৯

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

২০
X