ইয়ামিন আহমাদজাইয়ের শর্ট লেংথের বল উইকেটকিপারের মাথার ওপর দিয়ে আপার কাট। এতে ঘুচল মুমিনুল হকের প্রায় ২৬ মাসের অপেক্ষা। পৌঁছে গেলেন ক্যারিয়ারের ১২তম শতকে। ড্রেসিং রুমের দিকে ব্যাট উঁচিয়ে নীরবে সারলেন উদযাপন।
এর আগে সর্বশেষ শতক পেয়েছিলেন ২০২১ সালের এপ্রিল, পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। দেশের বাইরে এটি ছিল তার প্রথম শতক। কিন্তু এরপর কেটে যায় ২৬ মাস। খেলেছেন ২৬ ইনিংস। কিন্তু ধরা দিচ্ছিল না তিন অঙ্কের ম্যাজিক ফিগার। মাঝে ভারতের বিপক্ষে ছিল ৮৪ রানের একটি ইনিংস।
আফগানিস্তানের বিপক্ষে সিরিটের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১৫ রান। আর দ্বিতীয় ইনিংসের শুরুতেও ছিলেন না ছন্দে। তবে ধীরে ধীরে ব্যাটিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন। শতক করতে খেলেছেন ১২৩ বল।
মন্তব্য করুন