এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। টাইগারদের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিমের।
ম্যাচের দিন সকাল থেকে গুঞ্জন ছিল অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। একাদশ ঘোষণা পর দেখা যায় সেটি সত্য। তামিম ইকবালের বদলে ওপেন করতে নামবেন আরেক তামিম।
বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কার একাদশ
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস, সেডিরা সামিরাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লাগে, মাহেশ থিকসেনা, মাহেশা পাথিরানা ও কাসুন রাজিথা।
মন্তব্য করুন