স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ
কলম্বো টেস্ট

শ্রীলঙ্কার একচেটিয়া শুরু, নিশাঙ্কা-উদারার ব্যাটে ব্যাকফুটে বাংলাদেশ

দুই ওপেনারই দুর্দান্ত শুরু পেয়েছেন। ছবি : সংগৃহীত
দুই ওপেনারই দুর্দান্ত শুরু পেয়েছেন। ছবি : সংগৃহীত

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে নেওয়ার পর প্রথম সেশনেই দারুণ জবাব দিয়েছে শ্রীলঙ্কা। ২৪৭ রানে টাইগারদের অলআউট করার পর লাঞ্চের আগেই উদ্বোধনী জুটিতে ৮৩ রান তুলে ফেলেছে স্বাগতিকরা, তাও কোনো উইকেট না হারিয়ে! নিশাঙ্কা ও উদারার ব্যাটে দারুণ আত্মবিশ্বাসী শুরু পেয়েছে লঙ্কানরা, প্রথম সেশন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ স্পষ্টভাবেই তাদের হাতে।

সকালের শুরুটা হয়েছিল বাংলাদেশের জন্য হতাশাজনকভাবে। আগের দিন ২২০/৮ স্কোর থেকে মাত্র ২৭ রান যোগ করতেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। শেষ উইকেটটি ছিল তাইজুল ইসলামের, যিনি ৩৩ রানের এক কার্যকর ইনিংস খেলে ফেরেন দিনুশার শিকার হয়ে।

বল হাতে বাংলাদেশকে তাড়াতাড়ি অলআউট করে চাপে ফেললেও, আসল উত্তরের কাজটা করেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। পাথুম নিশাঙ্কা ৬৪ বলে ৪২ এবং লাহিরু উদারা ৬২ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন। এই জুটিতে ছিল চমৎকার ধৈর্য, প্রয়োজন অনুযায়ী আগ্রাসন এবং প্রায় ভুলবিহীন ব্যাটিং।

প্রথম দিকটা কিছুটা খরুচে হলেও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ধীরে ধীরে নিজের লাইন-লেংথ ফিরে পান এবং রান চেপে ধরেন। তাকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ, যিনি প্রথম সেশনেই ছয় ওভার বল করে মাত্র ২০ রান দেন। তবে উইকেট তুলে নিতে পারেননি কেউই।

উদারার ব্যাটে একটি সুযোগ এলেও সেটি ধরা যায়নি। একবার সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন উদারা, কিন্তু ডিআরএসে ‘আম্পায়ার্স কল’ থাকায় বেঁচে যান এই ওপেনার।

বাংলাদেশের পেস আক্রমণে ছিল ঘাটতি। এবাদত হোসেন ও নাহিদ রানার আগ্রাসনে ঘাটতি স্পষ্ট, আর সে সুযোগই নিয়েছেন নিশাঙ্কা ও উদারা। শুরুতেই ৮.৫ ওভারে ৫০ রান তুলে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট করে দেন তারা।

লাঞ্চের সময় স্কোর:

  • শ্রীলঙ্কা ৮৩/০ (২১ ওভার)
  • নিশাঙ্কা ৪২*, উদারা ৪০*
  • বাংলাদেশের লিড: ১৬৪ রান

এ অবস্থায় বাংলাদেশ চাইবে দ্রুত ব্রেক থ্রু এনে ম্যাচে ফিরতে, অন্যদিকে শ্রীলঙ্কার চোখ বড় সংগ্রহের দিকে। দ্বিতীয় সেশনই এখন ম্যাচের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১০

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১১

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১২

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৩

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৪

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৫

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৬

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৭

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

২০
X