

নারী ক্রিকেট নিয়ে টালমাটাল দেশের ক্রীড়াঙ্গন। একের পর এক অভিযোগ তুলছেন সাবেক নারী ক্রিকেটাররা। টাইগ্রেস পেসার জাহানারা আলমের দেওয়া এক সাক্ষাৎকারের পর মুখ খুলতে শুরু করেন বাকিরা। নিজের সেই সাক্ষাৎকারে জাহানারা গুরুতর অভিযোগ তুলেন নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে। এবার জাহানারাকে নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন জ্যোতি।
নারী দলের বর্তমান অধিনায়ক দাবি করেন, মন্টি নামের এক আপুর সঙ্গে জাহানারা একসঙ্গে থাকলে, ঘুরলেও কোনো প্রশ্ন উঠে না। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাহানারা আপু মন্টি আপু নামের এক আপুর সঙ্গে একসঙ্গে থাকে, একসঙ্গে খেলে, একসঙ্গে খায়দায়, ঘুরে বেড়ায়। আমার ধারণা, অস্ট্রেলিয়াতেও তারা একসঙ্গে আছেন। আমরা তো সবসময় এটাই জানতাম তারা খুব ভালো ফ্রেন্ড লাইক এ ফ্যামিলি। তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না।
জ্যোতির মতে, অযৌক্তিক কথাবার্তা ছড়িয়ে নারী ক্রিকেট দলকেই অপমানিত করেছেন জাহানারা। এ প্রসঙ্গে টাইগ্রেস অধিনায়ক বলেন, ব্যক্তিগত স্বার্থের জন্য আমাকে সামাজিক, পারিবারিকভাবে হেয় করার জন্য ওনি যেসব জিনিস করছেন বা বলছেন সেটা আসলে এমন হতে পারে যে ঘুরে ওনার দিকেও আসতে পারে। আমার ফ্যামিলি জানে আমি কেমন, পিংকি আপুর ফ্যামিলি জানে ওনি কেমন। কিন্ত আমার কথা হচ্ছে বাকি মানুষরা তারা আমাদেরকে নিয়ে কী চিন্তা করছে। নারী দলটাকেই ওনি অসম্মানিত করতেছে।
মন্তব্য করুন