

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টানটান উত্তেজনা বিরাজ করে। দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের।
কেন তারা এই বিক্ষোভ করছেন জানতে চাইলে তাদের একজন গণমাধ্যমকে বলেন, ‘এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দুর্নীতি আমরা মানি না।’ তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের ‘স্থানীয় সাধারণ জনগণ’ বলে দাবি করেন তারা।
‘আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এ ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়ামের ভেতরে মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। একই সঙ্গে বাইরে ও আশপাশের সড়কগুলোতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
মন্তব্য করুন