ভারতে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪ দশমিক ৩ ওভারের সময় বৃষ্টিতে আসে। এরপর প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর সাড়ে চারটায় আবারও খেলা শুরু হচ্ছে। তবে ম্যাচটি ৫০ ওভারের পরিবর্তে ৪২ ওভারে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের দলীয় ৯ রানের সময় বৃষ্টি আসে। সেই সময় দুই ওপেনার ইয়াং ৩ এবং অ্যালেন ৫ রানে অপরাজিত ছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। এ ছাড়া বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো প্রস্তুত করার সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
মন্তব্য করুন