স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অচলাবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের সর্বশেষ নিরাপত্তা মূল্যায়নে জানিয়েছে—ভারতে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য নির্দিষ্ট বা বাড়তি কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে এই মূল্যায়ন মানতে রাজি নয় বাংলাদেশ পক্ষ।

আইসিসির অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিবেদনটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র নিরাপত্তা বিভাগের সঙ্গে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের জন্য ঝুঁকির মাত্রা ‘কম থেকে মাঝারি’ কিংবা কোথাও ‘কম থেকে প্রায় শূন্য’—যা আইসিসির অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে প্রচলিত শ্রেণিবিন্যাস এবং সাধারণত ম্যাচ স্থানান্তরের কারণ হিসেবে বিবেচিত হয় না।

আইসিসি–ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, “স্বাধীন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা বিশেষজ্ঞদের মূল্যায়নে কোথাও বলা হয়নি যে বাংলাদেশ ভারতে খেলতে পারবে না। নির্ধারিত ভেন্যুগুলোতে এমন কোনো ঝুঁকি চিহ্নিত হয়নি, যা প্রচলিত নিরাপত্তা পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা অসম্ভব।”

তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই মূল্যায়নের ব্যাখ্যার সঙ্গে একমত নন। তার দাবি, আইসিসির নিরাপত্তা দলের অভ্যন্তরীণ যোগাযোগে যে বিষয়গুলো উঠে এসেছে—সেগুলো বাস্তবে বাংলাদেশের জন্য বড় ঝুঁকির ইঙ্গিত দেয়। এর মধ্যে দলে মুস্তাফিজুর রহমান থাকা, সমর্থকদের জাতীয় জার্সি পরা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট—এসব বিষয়কে তিনি নিরাপত্তা উদ্বেগের কারণ হিসেবে দেখছেন।

এদিকে আইসিসি স্পষ্ট করেছে, এসব বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সংস্থাটির মতে, সম্ভাব্য বা কাল্পনিক পরিস্থিতি (contingency planning) বিবেচনা করা নিরাপত্তা মূল্যায়নের নিয়মিত অংশ—এগুলো কোনো বাস্তব হুমকি, নির্দেশনা বা শর্ত নয়। আইসিসি আরও জানিয়েছে, তারা কোনো বোর্ডকে খেলোয়াড় নির্বাচন বা বাদ দেওয়ার বিষয়ে নির্দেশ দেয় না, সমর্থকদের পোশাক নিয়েও পরামর্শ করে না এবং কোনো দেশের রাজনৈতিক প্রক্রিয়া নিয়েও শর্ত আরোপ করে না।

এই প্রেক্ষাপটে বিসিবিও অবস্থান পরিষ্কার করেছে। বোর্ড জানিয়েছে, আসিফ নজরুল যে চিঠির কথা উল্লেখ করেছেন, সেটি আইসিসির নিরাপত্তা বিভাগের সঙ্গে হওয়া অভ্যন্তরীণ যোগাযোগ—বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদনের আনুষ্ঠানিক জবাব নয়। বিসিবির ভাষ্য, তারা ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং এখনো আইসিসির চূড়ান্ত লিখিত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে বাংলাদেশ পক্ষ স্পষ্ট করে জানিয়েছে—ভারতের ভেতরে ভেন্যু বদল নয়, তারা চায় ম্যাচগুলো ভারতের বাইরে নিরাপদ কোনো স্থানে আয়োজন করা হোক।

সব মিলিয়ে, আইসিসি যেখানে নিরাপত্তা ঝুঁকি দেখছে না, বাংলাদেশ সেখানে আস্থা পাচ্ছে না। বিশ্বকাপ শুরুর আগে এই দ্বিমুখী অবস্থানই এখন সবচেয়ে বড় প্রশ্ন—শেষ পর্যন্ত আইসিসির সিদ্ধান্তে অচলাবস্থার অবসান ঘটে, নাকি দ্বন্দ্ব আরও গভীর হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে কুর্দিশ নেতার ফোনালাপ

বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির না হলে ব্যবস্থা

ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে মরহুম ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিপুন রায়ের

ত্রয়োদশ সংসদ নির্বাচন / সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রার্থীকে বললেন নির্বাচন কমিশনার / ‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’

১০

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

১১

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

১৩

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

১৪

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

১৫

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

১৬

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৭

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

১৮

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

১৯

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

২০
X