

আগামী ১২ জুন থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকবাজের খবর অনুযায়ী ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শনিবার (২৪ জানুয়ারি) অফিসিয়ালি লিটন-মোস্তাফিজদের বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর ফলে এখন মেয়েদের বিশ্বকাপ ঘিরেই স্বপ্ন বুনছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
তবে বাংলাদেশের মেয়েরাও দুর্দান্ত খেলছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ দুর্দান্ত জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিং করতে নেমে এদিন নিগার সুলতানার দল ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে আয়ারল্যান্ডের মেয়েরা ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে পারে। আর তাতেই গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৪ টিতেই জয়ের স্বাদ পায় আগেই সুপার সিক্সের টিকিট নিশ্চিত করা বাংলাদেশ।
১৫৪ রানের লক্ষ্যে আইরিশদের শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছিল। উদ্বোধনী ব্যাটার অ্যামি হান্টার যখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, স্কোরবোর্ডে আইরিশদের রান তখন ৭.৩ ওভারে ৫৩ রান। এরপর ১০.৪ ওভারে রান যখন ৭১ তখন তারা প্রথম উইকেট হারায়। হান্টারের বদলে মাঠে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানে আউট হন। অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। এরপরও তারা জিততে পারেনি বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। শেষ ৪ ওভারে দলটির দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ৮ উইকেট। এই সমীকরণ মেলাতে পারেনি তারা।
এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১১ রান করে দলীয় ১৩ রানে ফেরেন ওপেনার জুরাইয়া ফেরদৌস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রান তোলেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। ওপেনার দিলারা আউট হন ২৭ বলে ৩৫ রান করে। ফিফটি পান শারমিন (৪৫ বলে ৫২ রান)। বিশ্বকাপ বাছাইয়ে এটি তার দ্বিতীয় ফিফটি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫২ রান করা শারমিন আক্তার ম্যাচসেরার পুরস্কার জেতেন।
চলতি বছরের ১২ জুন থেকে শুরু হতে যাওয়া ১২ দলের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে ৫ জুলাই লন্ডনের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মধ্য দিয়ে। মোট ৩৩টি ম্যাচ হবে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে। এর মধ্যে রয়েছে- লর্ডস, দ্য ওভাল, এজবাস্টন, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, হ্যাম্পশায়ার বোল ও ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড।
এবারই প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে সর্বোচ্চ ১২টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে গ্রুপ পর্ব। এরপর নকআউট হয়ে শেষ পর্যন্ত গড়াবে ফাইনালে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া, যারা ছয়বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে। সবশেষ ২০২৪ সালের বিশ্বকাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের নজির গড়েছিল নিউজিল্যান্ড।
মন্তব্য করুন