ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে লতা-মুর্শিদারা। আগামীকাল বুধবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
বৃষ্টিবিঘ্নিত ৯ ওভারের সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৭ উইকেটে ৫৯ রান করে জবাবে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৫৩ রান করতে পারে।
নারী ইমার্জিং এশিয়া কাপের এবারই প্রথম আসর। তবে দর্শক এই আসরটি ভালোমতো উপভোগ করতে পারেনি বিরুপ প্রকৃতির কারনে। টানা ৮ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সেমিফাইনালের দুটি ম্যাচেও হানা দেয় বৃষ্টি। একসময় তো মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য টসেই গড়ায় কি না। তবে আড়াই ঘণ্টা দেরিতে হলেও শুরু হয় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সেমির ম্যাচ।
টস জিতে শুরুটা বাংলাদেশের ভালো হয়নি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে লতা মণ্ডলের দল। প্রথম ওভারেই তারা হারায় ৩ উইকেট। একে একে সাজঘরে ফেরেন সাথী রানি, সোবহানা মোস্তারি এবং অধিনায়ক লতা মন্ডল। মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার ও দিলারা আক্তারও দ্রুত ফিরে যান ড্রেসিং রুমে। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের কারো নামের পাশে যোগ হয়নি ৫ রানও।
সেখান থেকে দলকে পথ দেখান নাহিদা আক্তার। তার কার্যকর ইনিংসে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়ার মতো স্কোর করতে পারে বাংলাদেশ। রাবেয়ার সাথে তার গড়া ৩৭ রানের জুটিতে পঞ্চাশ পার করে বাংলাদেশ, যেখানে অগ্রণীভূমিকা পালন করেন নাহিদা। ১ ছক্কা ও ৩ চারে ১৬ বলে করেন ২১ রান। রাবেয়া অপরাজিত ছিলেন ১০ রানে।
বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল এলোমেলো প্রথম ওভারে দুই রান দিলেও পরের ওভারে বাংলাদেশ দেয় ১৪ রান। ১৮ রান করা পাক ওপেনার আইমানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রাবেয়া। নাহিদার শিকার হন আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে।
এরপর দ্রুত আরও দুই ব্যাটারকে ফিরিয়ে দেন রাবেয়া ও মারুফা। পাকিস্তানকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছানোর চেষ্টা চালান অধিনায়ক ফাতিমা। কিন্তু শেষ পর্যন্ত তাকে সফল হতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৩ রান। তবে সানজিদার চমৎকার বোলিংয়ে তারা করতে পারে মাত্র ৭ রান। এতে জয়ের আনন্দে ভাসে পুরো বাংলাদেশ দল।
মন্তব্য করুন