স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

উইকেট দেখেই ম্যাচ শেষ করার কথা ভেবেছিলেন কোহলি

বিরাট কোহলি । ছবি : সংগৃহীত
বিরাট কোহলি । ছবি : সংগৃহীত

বিরাট কোহলি ছন্দে থাকলে আড়াইশর সামান্য বেশি রান তাড়া করা যে পানির মতো সহজ তা আরও একবার প্রমাণ হলো। পুনেতে ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ক্যারিয়ারের ৪৮তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ছক্কা মেরে। বিশ্বকাপের মতো বড় আসরে সেঞ্চুরি করতে পারা তার জন্য বিশেষ আনন্দের ব্যাপার বলে মন্তব্য করেছেন কোহলি।

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি শচিন টেন্ডুলকারের। ৪৯ সেঞ্চুরি নিয়ে তিনি সবার ওপরে আছেন। এই বিশ্বকাপে লিটল মাস্টারকে ছুয়ে তাকে পেছনে ফেলার সুযোগ আছে কোহলির সামনে। যদিও তিনি সেসব নিয়ে ভাবছেন না। খেলা উপভোগ করছেন জানিয়ে কোহলি বলেন, ‘বিশ্বকাপে আমি কয়েকটি হাফ সেঞ্চুরি করেছি। সেগুলো সেঞ্চুরিতে পরিণত করতে পারছিলাম না। সে কারণে চেয়েছিল শেষ পর্যন্ত থেকে ম্যাচটা শেষ করতে। উইকেট ছিল দারুণ ব্যাটিং সহায়ক। এটা দেখে নিজের খেলা খেলতে থাকি, গ্যাপে শট খেলার সিদ্ধান্ত নিই।’

বাংলাদেশের বিপক্ষে পুনেতে সেঞ্চুরি নাও পেতে পারতেন কোহলি। কিন্তু লোকেশ রাহুল তাকে সেঞ্চুরি পেতে সাহায্য করেন। রাহুল যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৯ রান। রাহুল বলেন, ‘আমি যখন ব্যাট করতে নামি, তখন বেশি কিছু করার ছিল না। প্রথমে ভেবেছিলাম দ্রুত ম্যাচ শেষ করব। কিন্তু যখন ৩০ রান বাকি, তখন দেখি বিরাটের সেঞ্চুরি করার সুযোগ রয়েছে। আমি ওকে বলি সেঞ্চুরির জন্য খেলতে।’

শেষ দুই ওভারে কোহলি সিঙ্গলস না নিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরির চেষ্টা করছেন। এটা নিয়ে রাহুল বলেন, ‘আমি সিঙ্গলস নিতে চাচ্ছিলাম না। বিরাট বলে, লোকে বলবে আমি সেঞ্চুরির জন্য খেলছি। কিন্তু আমি বলি, দলের জয় নিশ্চিত হয়ে গেছে। সেঞ্চুরি করতে গেলে দলের অসুবিধা হবে না।’

বাংলাদেশের বেঁধে দেওয়ার ২৫৬ রানের টার্গেট তারা করতে নেমে দারুণ ওপেনিং জুটি গড়েন শুভমান গিল এবং রোহিত শর্মা। ওপেনিং জুটির প্রশংসা করেন কোহলি। ম্যাাচ সেরার পুরস্কার জেতার পর রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়ের কথাও মজার ছলে মনে করেছেন কোহলি। তিনি বলেন, ‘সরি জাড্ডু তোমার ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য। আমি চেয়েছিলাম বড় রান করতে। এই বিশ্বকাপে হাফ সেঞ্চুরি করেছি। কিন্তু আমি চেয়েছিলাম ম্যাচ শেষ করে আসতে। সেই লক্ষ্য নিয়েই খেলছিলাম। শুভমানকে বলেছিলাম- শুরুটা ভালো হয়েছে। এমন শুরু হলে মনে হয় স্বপ্ন দেখছি।’

বাংলাদেশের বিপক্ষে অনেকগুলো মাইলফলক ছুঁয়েছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫১০টি ম্যাচের ৫৬৬টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। অর্থাৎ, ২৬ হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান কোহলির আগে করেছেন শচিনসহ তিনজন। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে শচিনের সংগ্রহ ৩৪,৩৫৭ রান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে ২৮,০১৬ রান করে। তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিং ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ২৭,৪৮৩ রান। এই তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। ৫১১টি ম্যাচে কোহলির রান হল ২৬,০২৬।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১০

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১১

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১২

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৩

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৪

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৫

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৬

আজ বিশ্ব পুরুষ দিবস

১৭

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৮

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৯

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

২০
X