ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ের পর হারের বৃত্তে বন্দি বাংলাদেশ দল। একে একে টানা চার ম্যাচে পরাজিত হয়েছে টাইগাররা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুযোগ ছিল পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি ঘটানোর। উল্টো ১৪৯ রানের ব্যাবধানে হেরে পয়েন্ট টেবিলের সবার নিচে চলে যায় সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশকে সুখবর দিয়েছে নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার কাছে রেকর্ড ৩০৯ রানে হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে ডাচরা।
আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের ষষ্ঠ ম্যাচে পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের মতো ডাচরাও প্রতিযোগিতায় মাত্র একটি জয়ের দেখা পেয়েছে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রোমাঞ্চকর এক জয় পায় ডাচরা। গতকাল অজিদের কাছে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে পরাজিত হয়েছে নেদারল্যান্ডস। যার সুবাদে পয়েন্ট টেবিলের দশম স্থানে চলে যেতে হয়েছে স্কট এডওয়ার্ডসদের।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২। তবে পয়েন্ট সামন থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় দশম স্থানে চলে যেতে হয়েছে ডাচদের। অন্যদিকে রান রেটে এগিয়ে থাকায় নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ডাচদের বর্তমান রানরেট -১.৯০২ আর টাইগারদের রানরেট -১.২৫৩। এ ছাড়া -১.২৪৮ রানরেট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
গতকাল নেদারল্যান্ডসকে হারিয়েও পয়েন্ট টেবিলের চারেই অবস্থান করছে অস্ট্রেলিয়া। সবার শীর্ষে অবস্থান করছে স্বাগতিক ভারত। দুইয়ে আর তিনে আছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য করুন