টি–২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। হাঁটুর চোটে পড়ায় আসন্ন ২০২৬ টি–২০ বিশ্বকাপকে দলটির প্রধান পেসার শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে । অস্ট্রেলিয়ায় ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলতে গিয়ে মাঠে ফিল্ডিং করার সময় হাঁটুতে আঘাত পান তিনি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরুরি আলোচনায় তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়।
পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, শাহীনকে লাহোরের হাই-পারফরম্যান্স সেন্টারে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে, এবং প্রাথমিক পর্যায়ে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত চিকিৎসা মূল্যায়নের পর তার চোটের প্রকৃতি ও প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় জানানো হবে।
বিবিএলে তার অভিষেক মৌসুমও ছিল মোটেই সুখকর নয়। চার ম্যাচে মাত্র দুটি উইকেট নেওয়া শাহীন রান দিয়েছেন অতিরিক্ত, ইকোনমি ছিল ১১.১৯, গড় ৭৬.৫০। এমনকি প্রথম ম্যাচে বিপজ্জনক বোলিংয়ের অভিযোগে তাকে বোলিং আক্রমণ থেকেও সরিয়ে নেওয়া হয়েছিল। সর্বশেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তেই হয় তাকে। উল্লেখযোগ্য বিষয়, একই হাঁটুতে তিনি আগে অস্ত্রোপচার করিয়েছিলেন এবং দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।
ব্যক্তিগত বিবৃতিতে আফ্রিদি টুর্নামেন্ট শেষ করতে না পারায় হতাশা প্রকাশ করে বলেন, “ব্রিসবেন হিটে খেলতে দারুণ উপভোগ করেছি। দলকে পুরো মৌসুমে সাহায্য করতে না পারা দুঃখজনক। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারব।”
শাহীনকে আগেই জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি–২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে নতুন চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন পাকিস্তান দল ও সমর্থকদের দৃষ্টি পিসিবির মেডিক্যাল আপডেটের দিকে, কারণ বড় মঞ্চের আগে দলটির অন্যতম সেরা অস্ত্রকে হারানোর ঝুঁকি মোটেও ছোট নয়।


| ৩১ ডিসেম্বর ২০২৫ 



