স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিতর্কিত টাইমড আউট নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

সোমবারের শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচের গুরুত্ব দেশ দুইটির ক্রিকেট ভক্ত বাদে অন্য সকলের কাছে সেরকম ছিল না তবে এইরকম গুরুত্বহীন ম্যাচেও নাটকের জন্ম দিয়েছে এই বিশ্বকাপে হতাশ করা দল দুইটি। এই ম্যাচেই দেখা গিয়েছিল বিরল এক আউট। ১৪৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউটের দৃশ্য দেখল ক্রিকেট বিশ্ব। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে এদিন টাইমড আউট করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাথুসকে টাইমড আউট করা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেননা সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার এমন আবেদন করে স্পিরিট অব ক্রিকেট ভঙ্গ করেছেন বলে মত অনেকের। তবে এই বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানালেন এমন আউটের সিদ্ধান্ত আম্পায়ারদের ওপরই থাকুক।

আগামীকালের অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের আগে আজকে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার কোচ হাথুরুসিংহে তাকেও উত্তর দিতে হলো বিতর্কিত সেই আউট নিয়ে। টাইমড আউট নিয়ে এবার ব্যক্তিগত মতামত দিয়েছেন বাংলাদেশের কোচ। তিনি মনে করেন, যেহেতু এটি ক্রিকেটের আইনের পরিপন্থী কিছু নয়, তাই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরিই আম্পায়ারদের হাতে ছেড়ে দেওয়া উচিত।

নিয়মানুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার পর ক্রিজে আসা নতুন খেলোয়াড়কে ২ মিনিটের মধ্যে প্রতিপক্ষের বলের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হতে হবে। কিন্তু ম্যাথুস এ ক্ষেত্রে একটু বেশিই সময় নিয়ে ফেলেছিলেন। ম্যাথুস ক্রিজে এসে লক্ষ্য করেন, তার হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে। তিনি ডাগআউটে হেলমেট চেয়ে পাঠান। দ্বাদশ খেলোয়াড় হেলমেট নিয়ে এলেও সাকিবের আবেদনের ভিত্তিতে ম্যাথুসকে টাইমড আউট ঘোষণা করে দেন আম্পায়ার।

এ নিয়ে হাথুরুসিংহে বললেন, ‘এ নিয়ে বিতর্ক খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। আমি মনে করি টাইমড আউটের সিদ্ধান্ত নেওয়ার ভার আম্পায়ারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এই আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তারাই ঘোষণা করুক, কোনো ব্যাটসম্যান টাইমড আউট হয়েছেন কি না!’

গতকাল নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হাথুরু এখনই এটি নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন। তাঁর সব মনোযোগ এ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরেই, ‘অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হারটা আমাদের সম্ভাবনা তৈরি করেছে। তবে আমি বিষয়টা নিয়ে ভাবছি না। আমি ভাবছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। এখন আমাদের সব মনোযোগ সেদিকেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশার কয়েলের বিকল্প বের করলেন খুবি শিক্ষার্থীরা

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

সুষ্ঠু নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

বাংলাদেশে কর্মসংস্থান কমায় বিশ্বব্যাংকের উদ্বেগ

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

১০

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

১১

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

১২

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

১৩

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

১৪

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

১৫

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

১৬

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

১৭

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

১৮

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

১৯

এবার আহানের বিপরীতে শর্বরী

২০
X