স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ফাইনাল ম্যাচে নজর থাকবে যাদের উপর

এই খেলোয়াড়দের যে কেউ বদলে দিতে পারে ফাইনালের ভাগ্য। ছবি: সংগৃহীত
এই খেলোয়াড়দের যে কেউ বদলে দিতে পারে ফাইনালের ভাগ্য। ছবি: সংগৃহীত

দশ দল নিয়ে শুরু ক্রিকেট বিশ্বকাপ এখন নেমে এসেছে দুই দলে। বাকি শুধু ফাইনাল যার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাবে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের শিরোপা কোথায় যাচ্ছে? ভারত না অস্ট্রেলিয়া? রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া এই হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে থাকবে পুরো ক্রিকেট বিশ্ব। দুই ইনফর্ম দলের এই লড়াইয়ের মধ্য দিয়েই নির্ধারিত হবে ১৩তম আসরের ট্রফি কার হাতে উঠছে? আর এটি নির্ধারণ করে দেওয়ার জন্য দুই দলেই আছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় যাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। এখন দেখে নেওয়া যাক দুই দলের এমন কিছু খেলোয়াড় যারা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে।

ভারত দল

ভারতের প্রথম একাদশে খেলা প্রায় সবাই ভালো ফর্মে থাকলেও প্রধান যে তিনজন নিউজিল্যান্ডকে সমস্যায় ফেলতে পারেন তারা হলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ।

বিরাট কোহলি

এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের সব থেকে সফলতম ব্যাটার তিনি। দশ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৭১১ রান। ১০১.৫৭ গড় ও প্রায় ৯০ স্ট্রাইক রেটে বিপক্ষ দলের ব্যাটারদের কচুকাটা করেছেন তিনি যার মধ্যে রয়েছে তিনটি শতকও। বিরাটের ব্যাটিং ভারতীয় দলের ভরসার অন্যতম প্রধাণ কারণ। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত বিরাটের তেমন কোনো ভুল চোখে পড়েনি। যখন প্রয়োজন হয়েছে ধরে খেলেছেন, যখন দরকার পড়েছে হাত খুলে খেলেছেন। প্রতিটি পরিস্থিতিতে বিরাট নিজের নামের মতোই খেলেছেন। তাই তাকে থামাতে না পারলে কামিন্স-স্টার্কদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।

রবীন্দ্র জাদেজা

এবারের বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ১০ ম্যাচে রান করেছেন ১১১। শেষ দিকে নেমে প্রয়োজনে জুটি বেঁধেছেন। আবার প্রয়োজনে দ্রুত রান করেছেন। ফিনিশারের ভূমিকায়ও দেখা গিয়েছে জাদেজাকে। আবার বল হাতেও ১০ ম্যাচে নিয়েছেন ১৬টি উইকেট। সব থেকে ভালো ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ রান দিয়ে ৫ উইকেট।

জাসপ্রীত বুমরাহ

এই বিশ্বকাপে ভারতের দুর্দান্ত বোলিংয়ের মূল কারিগরই এই রহস্য পেসার। প্রতিটি ম্যাচেই ভারতের বোলিংকে খুব ভালো শুরু দিয়েছেন বুমরাহ। পাওয়ার প্লে-তে উইকেট নিয়েছেন। চলতি প্রতিযোগিতায় ১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন বুমরাহ। ওভার প্রতি মাত্র ৩.৬৫ রান দিয়েছেন তিনি। আবার পুরোনো বলেও ভাল বল করেন বুমরা। ডেথ ওভারে বলের গতির তারতম্য করেন তিনি। করেন ইয়র্কারও। তাই বুমরাহকে খেলতে না পারলে কিউইদের জন্য কঠিন কিছুই অপেক্ষা করছে।

অস্ট্রেলিয়া দল

গ্রুপ পর্বে এই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালেও ফাইনালে ভারতের জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ অন্য লড়াই। টানা আট ম্যাচ জিতে ফাইনাল খেলতে আসা অস্ট্রেলিয়াও ভয়ঙ্কর মূর্তিতে রয়েছে। ৬ নম্বর বিশ্বকাপের জন্যে মরিয়া তারা। দলের অনেক ক্রিকেটারই দারুণ ছন্দে। অস্ট্রেলিয়ার যে তিন খেলোয়াড় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে তারা হলো

ডেভিড ওয়ার্নার

ভারতের মাটিতে দীর্ঘ দিন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার। দীর্ঘ দিন ধরে আইপিএলে খেলছেন। চার বার আইপিএলে ৬০০-র উপর রান রয়েছে। ভারতের এমন কোনও মাঠ নেই যেখানে তিনি খেলেননি। আহমেদাবাদও অপরিচিত নয়। ঠিক যেমন চেনা ভারতের বোলারদেরও। সবাইকে আইপিএলে খেলেছেন। ফলে ওয়ার্নারকে আউট করতে গেলে বুদ্ধি কাজে লাগাতে হবে ভারতীয় বোলারদের। এবারের বিশ্বকাপেও খারাপ ছন্দে নেই এই ব্যাটার। দশ ম্যাচে তার রান ৫২৮।

স্টিভ স্মিথ

ওয়ার্নারের মতোই আরেক ভয়ঙ্কর ব্যাটার। নিজের দিনে তিনি একার হাতে ম্যাচ জেতাতে পারেন। ২০১৫ বিশ্বকাপে তার শতরান ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েছিল। পরে আরও কয়েক বার ভারতের ঘাতক হয়ে উঠেছেন তিনি। ভারতীয় বোলার এবং পিচকে হাতের তালুর মতোই চেনেন। স্পিনটাও ভালই খেলতে পারেন। ফলে স্মিথকে আউট করা ভারতীয়দের কাছে অন্যতম চ্যালেঞ্জ।

মিচেল স্টার্ক

বাঁহাতি পেসারদের ক্ষেত্রে ভারতীয়দের দুর্বলতার কথা কারও অজানা নয়। অতীতে এই স্টার্ক বহু বার ভুগিয়েছেন ভারতকে। বল পিচে পড়ার পর ভেতরে ঢুকে আসলে অস্বস্তিতে পড়তেই পারেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। স্টার্ক যদি এক বার ছন্দ পেয়ে যান তা হলে তাকে থামানো কঠিন। ইডেনের সেমিফাইনালেও সেটাই দেখা গিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X