আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। অবশ্য কিউইদের পুরো দল এখনও পৌঁছায়নি। দুটি বহরে বাংলাদেশে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। বাকি খেলোয়াড়দের বুধবার রাতে পৌঁছানোর কথা রয়েছে। দুপুরেই সিলেটে পৌঁছেছে কিউইরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) মধ্য রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নিউজিল্যান্ড দল। আজই প্রথম টেস্টের ভেন্যু সিলেট চলে যাবে ব্ল্যাক ক্যাপসরা।
আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে কিউইদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজই বাংলাদেশ দলের ক্রিকেটারদের সিলেট যাওয়ার কথা রয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৩-২৫) মিশন শুরু করবে দুই দল। দীর্ঘ ১০ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে টিম সাউদি-লাথামরা। সর্বশেষ ২০১৩ সালে দুদেশের টেস্ট সিরিজ এখানে অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
মন্তব্য করুন