টি-টোয়েন্টি সিরিজ ড্র করে দেশে ফেরার পথে নাজমুল হোসেন শান্তরা। আগামীকাল সোমবার রাত ১০.৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা আছে শান্ত, লিটনদের। তবে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন না কোচিং প্যানেলে থাকা বিদেশি সদস্যরা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।
ছুটি পেয়েছেন সহকারী কোচ নিক পোথাসও। তবে ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিক লি আসছেন না। বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নিজ দেশে ফিরে যাচ্ছেন তারা। ভবিষ্যতে চুক্তির মেয়াদ নবায়ন হলে তবেই ফিরতে পারেন তারা। এই সফরের জন্য কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় আফগানিস্তান বংশোদ্ভূত মহসিন শেখকে। তিনিও হেড কোচ হাথুরুসিংহের মতো অস্ট্রেলিয়ার ফিরে যাবেন।
মন্তব্য করুন