স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন-রিশাদের ঝড়ের পরও সিরিজ লঙ্কানদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টির এই যুগে ১৭৫ রানের টার্গেটকে খুব বড় বলা যায় না। তবে এই টার্গেটেই ৩২ রানে ৬ উইকেট হারিয়ে বড় এক হারই চোখ রাঙাচ্ছিল বাংলাদেশের। সেই ভরাডুবির অবস্থা থেকেই দলকে ম্যাচে ফেরানোর সংগ্রাম শুরু করলেন রিশাদ। পরে তার সঙ্গে যোগ দেন তাসকিন। দুজনে মিলে লঙ্কান বোলিং অ্যাটাকের ওপর ঝড় তুললেও ভরাডুবিকে জয়ে রূপান্তরিত করতে পারেননি তারা। ২৮ রানের পরাজয়ে সিরিজ খোয়াতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।

সিলেটে শনিবার (৯ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৫ রান তাড়া করতে নেমে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে টাইগাররা। রিশাদ রেকর্ড ৭টি ছক্কা হাঁকিয়ে ৫৩ রান করে আউট হন। লঙ্কানদের পক্ষে ২০ রান খরচায় একাই ৫ উইকেট তুলে নেন নুয়ান থুশারা। যার মধ্যে রয়েছে হ্যাটট্রিকও।

১৭৫ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশকে কোন কিছু বুঝে ওঠার আগেই এই সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া নুয়ান থুশারা একাই ধ্বংসস্তূপ বানিয়ে দেন। ৩২ রান করতেই ৬ উইকেট হারানো টাইগাররা ১০০ করতে পারবে কি না এই নিয়ে সন্দেহ দেখা দেয়। তবে ম্যাচে রিশাদ হোসেন একাই চেষ্টা চালান যাতে বাংলাদেশ অসম্ভব এক সমীকরণ মিলাতে পারে। সিরিজ হারলেও আজকের ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি ছিল রিশাদের ব্যাটিং তান্ডব।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভা নিজের প্রথম ওভার করতে এসেই শানাকার হাতে ক্যাচ বানান ৭ রান করা লিটনকে। এরপর বাকিটুক নুয়ান থুশারা স্টোরি। এই সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে ডাক পাননি, পাথিরানা ছিটকে যাওয়াতে আজ নামেন ম্যাচ খেলতে। প্রথম ওভারেই করেন বাজিমাত, মেডেন হ্যাটট্রিক। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে পঞ্চম হ্যাটট্রিক।

ওভারের প্রথম ডেলিভারি ডট খেলা বাংলাদেশ অধিনায়ক শান্ত পরের বলে হয়েছেন বোল্ড, এরপর তাওহীদ হৃদয়ের অফ স্টাম্প উপরে ফেলেন, লেগ বিফোরের ফাঁদে ফেলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরান প্যাভিলিয়নে। হ্যাটট্রিকের পর সৌম্য সরকার ও শরিফুলকে বিদায় করে তুলেন ৫ উইকেটও। বাংলাদেশের আউট হওয়া প্রথম ৬ ব্যাটারের মধ্যে সৌম্যর ব্যাট থেকেই আসে সর্বোচ্চ রান (১১)। ১৩ বল খেলা জাকের আলি অনিক প্যাভিলিয়নে ফিরেছেন মাত্র ৩ রানে। তাকে ফিরিয়ে উইকেটের দেখা পান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এরপর শেখ মেহেদীকে নিয়ে লঙ্কান বোলারদের ওপর রীতিমতো চড়াও হন রিশাদ। হাসারাঙ্গা মেহেদীকে ফেরালেও তিনি ঝড় তুলতে থাকেন। ক্রিজে নেমে তার সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদও। ২৪ বলে ৭ ছক্কায় ব্যক্তিগত ফিফটি তুলে নেন রিশাদ। একসময় মনে হচ্ছিল সুযোগ পেলে হয়ত ম্যাচই বের করে ফেলবেন তিনি।

রিশাদ এদিন ৭ ছক্কা হাঁকিয়ে যান তখন জয়ের আশাও জেগেছিল বাংলাদেশ শিবিরে। ১৬ ওভার শেষে শান্ত বাহিনীর রান তখন ৭ উইকেট হারিয়ে ১১৫। রিশাদ ২৭ বলে ৫২ আর তাসকিন ৭ বলে ১৩ রানে অপরাজিত। জয়ের জন্য শেষ ৪ ওভারে দরকার ছিল ৬০ রান। কিন্তু পরের ওভারে রিশাদ আউট হওয়ায় সে আশা বেশিক্ষণ টেকেনি। মহিশ থিকশানার শিকার হয়ে ৩০ বলে ৫৩ রানে থামে রিশাদের ক্যারিয়ার সেরা ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নজরুল / ‘যদি ফোন বন্ধ থাকে, ধরে নিও আমি বেঁচে নেই’

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্নের সমাধান

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল 

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

১০

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

১১

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

১২

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

১৩

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

১৪

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

১৫

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

১৬

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

১৭

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী

১৮

শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর রাজনৈতিক ইতিহাস

১৯

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া

২০
X