

বিগ ব্যাশ লিগে নিজের প্রথম উইকেটের দেখা পেলেন রিশাদ হোসেন। ম্যাচের শুরুতেই মাত্র সাত বলের ব্যবধানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও দলীয় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি এই লেগ স্পিনারকে। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়েছে রিশাদের দল হোবার্ট হারিকেনস।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিশাদ। সে ম্যাচে তিন ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি। আজকের ম্যাচে তিনি তিন ওভারে ৩৩ রান খরচ করে নেন ২ উইকেট।
ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান রিশাদ। নিজের ওভারের তৃতীয় বলেই তিনি ফেরান ১৮ বলে ৩০ রান করা ওপেনার টমাস রজার্সকে। বাতাসে ভাসানো বলে লং অফে ক্যাচ দেন রজার্স। পরের ওভারেই দ্বিতীয় উইকেটের দেখা পান তিনি। এবার শর্ট ডেলিভারিতে প্যাডেল সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন আরেক ওপেনার জো ক্লার্ক (২০ বলে ২০ রান)।
প্রথম দুই ওভারে মাত্র ১৪ রান দিলেও তৃতীয় ওভারে রিশাদের ওপর চড়াও হন মার্কাস স্টয়নিস। সেই ওভারে আসে ১৯ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল মেলবোর্ন স্টারস। প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তোলে তারা। রিশাদ কিছুটা চাপ তৈরি করলেও স্টয়নিস ও কেল্যাওয়ের জুটিতে সহজ জয় নিশ্চিত করে মেলবোর্ন। এই জুটি থেকে আসে ৫১ বলে অবিচ্ছিন্ন ১০১ রান। স্টয়নিস ৩১ বলে অপরাজিত ৬২ এবং কেল্যাওয়ে ২৭ বলে করেন ৪১ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি হোবার্ট হারিকেনস। ইনিংসের প্রথম সাত বলেই ১০ রান তুলতে গিয়ে হারায় দুই উইকেট। দলীয় ৩৬ রানে ফিরে যান নিখিল চৌধুরী। চতুর্থ উইকেটে বেন ম্যাকডারমট ও টিম ডেভিড ৬১ বলে ৮৩ রানের জুটি গড়েন। ডেভিড ৩১ বলে ৩১ রান করে আউট হলেও ম্যাকডারমট খেলেন ৫২ বলে ৬৯ রানের ইনিংস। শেষ পর্যন্ত হোবার্টের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান। রিশাদ ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।
মন্তব্য করুন