স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৭ বলেই দুই উইকেট রিশাদের, তবু হাসেনি ভাগ্য

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশ লিগে নিজের প্রথম উইকেটের দেখা পেলেন রিশাদ হোসেন। ম্যাচের শুরুতেই মাত্র সাত বলের ব্যবধানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও দলীয় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি এই লেগ স্পিনারকে। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়েছে রিশাদের দল হোবার্ট হারিকেনস।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিশাদ। সে ম্যাচে তিন ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি। আজকের ম্যাচে তিনি তিন ওভারে ৩৩ রান খরচ করে নেন ২ উইকেট।

ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান রিশাদ। নিজের ওভারের তৃতীয় বলেই তিনি ফেরান ১৮ বলে ৩০ রান করা ওপেনার টমাস রজার্সকে। বাতাসে ভাসানো বলে লং অফে ক্যাচ দেন রজার্স। পরের ওভারেই দ্বিতীয় উইকেটের দেখা পান তিনি। এবার শর্ট ডেলিভারিতে প্যাডেল সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন আরেক ওপেনার জো ক্লার্ক (২০ বলে ২০ রান)।

প্রথম দুই ওভারে মাত্র ১৪ রান দিলেও তৃতীয় ওভারে রিশাদের ওপর চড়াও হন মার্কাস স্টয়নিস। সেই ওভারে আসে ১৯ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল মেলবোর্ন স্টারস। প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তোলে তারা। রিশাদ কিছুটা চাপ তৈরি করলেও স্টয়নিস ও কেল্যাওয়ের জুটিতে সহজ জয় নিশ্চিত করে মেলবোর্ন। এই জুটি থেকে আসে ৫১ বলে অবিচ্ছিন্ন ১০১ রান। স্টয়নিস ৩১ বলে অপরাজিত ৬২ এবং কেল্যাওয়ে ২৭ বলে করেন ৪১ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি হোবার্ট হারিকেনস। ইনিংসের প্রথম সাত বলেই ১০ রান তুলতে গিয়ে হারায় দুই উইকেট। দলীয় ৩৬ রানে ফিরে যান নিখিল চৌধুরী। চতুর্থ উইকেটে বেন ম্যাকডারমট ও টিম ডেভিড ৬১ বলে ৮৩ রানের জুটি গড়েন। ডেভিড ৩১ বলে ৩১ রান করে আউট হলেও ম্যাকডারমট খেলেন ৫২ বলে ৬৯ রানের ইনিংস। শেষ পর্যন্ত হোবার্টের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান। রিশাদ ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-চীনের যৌথ মহড়া

এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার, যা বলছেন পুলিশ ও স্বজন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন

ঊর্ধ্বমুখী উপসাগরীয় শেয়ারবাজার, ঘুরে দাঁড়াল সৌদি আরব

ব্যবহারিক প্রজনন স্বাস্থ্যজ্ঞান কিশোরীদের গর্ভধারণ উল্লেখযোগ্যভাবে বিলম্বিত করতে সক্ষম

ম্যাচ খেলার পর হাসপাতালে ভর্তি ভারতের তারকা ক্রিকেটার

সপ্তাহের শেষ দিন কমলো স্বর্ণের দাম

লেবানন নিয়ে ইউরোপের পরাশক্তির সঙ্গে ‘হাত মেলাচ্ছে’ সৌদি

মদের দোকানে নারীদের হামলা

হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধুর’

১০

ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

গার্দিওলার সম্ভাব্য বিদায়ে ম্যানসিটির কোচিং পরিকল্পনা প্রকাশ

১২

রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে এনসিপি বিবৃতি

১৩

আজওয়াদ আহমেদের প্রথম একক প্রদর্শনীর উদ্বোধন

১৪

জ্যাক টি৯ জয় করল কেওক্রাডং : বাংলাদেশের দুর্গম পাহাড়ে নতুন সম্ভাবনা

১৫

আরবি ভাষাকে অর্থনৈতিক হাতিয়ার ব্যবহারের তাগিদ

১৬

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে জিয়া পরিষদের কমিটি

১৭

ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ইতালির অধিনায়ক

১৯

খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুন / কিলিং মিশনে অংশ নেওয়া এজাজ র‌্যাবের হাতে ধরা

২০
X