স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কীভাবে নির্বাচিত হয় আম্পায়ারদের এলিট প্যানেল?

এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

গত শুক্রবার (২৯ মার্চ) আম্পায়ারদের এলিট প্যানেলে তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রথম বাংলাদেশি হিসেবে এই তালিকায় উঠেছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম। এরপর থেকে ক্রিকেট আম্পায়ারিং নিয়ে আলোচনা শুরু হয় বাংলাদেশে।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে হরহামেশাই দেখা যায় নিরপেক্ষ আম্পায়ার। তবে এর আগে বিষয়টি এমন ছিল না! ইতিহাস বলছে ১৭৭৪ সালে ক্রিকেটে বাধ্যতামূলক করা হয় আম্পায়ার। এর প্রায় একশ বছর পর ১৮৭৭ সালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করেছেন স্বাগতিক দলের আম্পায়াররাই।

এর মধ্যে ব্যতিক্রম ছিল ১৯১২ সালে হওয়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় টেস্ট সিরিজ। এই ত্রিদেশীয় সিরিজের ৭৪ বছর পর বদলে যায় চিত্র। এর মাস্টার মাইন্ড ছিলেন ইমরান খান। ১৯৮৬ সালে লাহোরে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে দেখা যায় দুই ভারতীয় আম্পায়ারকে।

দুই বছর পরীক্ষার পর ১৯৯৪ সালে প্রতি টেস্টে একজন নিরপেক্ষ আম্পায়ার রাখা নিয়ম চালু করে আইসিসি। এরপর ২০০২ সালে প্রতি ম্যাচে দুজন নিরপেক্ষ আম্পায়ার রাখার নিয়ম চালু হয়। একই বছর এপ্রিলে সেরা আম্পায়ারদের নিয়ে গঠন করা হয় একটি প্যানেল।

যার নাম দেওয়া হয় এলিট প্যানেল অব আইসিসি আম্পায়ার্স। এখন সেই অভিজাত আম্পায়ারদের দলে শরফুদ্দৌলা। তিনি সহ বর্তমানে ১২ জন আম্পায়ার রয়েছেন এলিট প্যানেলে।

এখন প্রশ্ন হচ্ছে এলিট প্যানেল কী? সহজ উত্তরে বলা যায় বাছাইকৃত সেরা আম্পায়ারদের নিয়ে গড়া একটি প্যানেল। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই প্যানেলে আম্পায়ারদের বাছাই ও নিয়োগ দিয়ে থাকে।

আইসিসির আম্পায়ার্স সিলেকশন প্যানেল, আম্পায়ারদের পারফরম্যান্স পর্যালোচনা করে তালিকায় সংযোগন-বিয়োজন করে। এই প্যানেলে থাকা আম্পায়াররা বছরে অন্তত ৮ থেকে ১০টি টেস্টে এবং ১০ থেকে ১৫টি ওয়ানডে পরিচালনা করার সুযোগ পান।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে নির্বাচিত হয় এলিট প্যানেল আম্পায়ার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দিয়ে আম্পায়াররা জায়গা করে নেন দেশের জাতীয় প্যানেলে। সংশ্লিষ্ট বোর্ডের সুপারিশকৃতরা জায়গা পান আইসিসির আন্তর্জাতিক প্যানেলে।

এরপর আইসিসির আম্পায়ার্স নির্বাচক কমিটি, বার্ষিক পর্যবেক্ষণ এবং নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবে ভালো পারফরম্যান্স করা আম্পায়াররা জায়গা পান এলিট প্যানেলে। এবার এই নির্বাচক কমিটিতে ছিলেন আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খান, সাবেক আম্পায়ার টনি হিল, সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, এবং বিশেষজ্ঞ পরামর্শক মাইক রাইলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১০

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১১

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১২

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৩

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৪

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৫

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৬

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৭

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৮

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৯

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

২০
X