স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কীভাবে নির্বাচিত হয় আম্পায়ারদের এলিট প্যানেল?

এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

গত শুক্রবার (২৯ মার্চ) আম্পায়ারদের এলিট প্যানেলে তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রথম বাংলাদেশি হিসেবে এই তালিকায় উঠেছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম। এরপর থেকে ক্রিকেট আম্পায়ারিং নিয়ে আলোচনা শুরু হয় বাংলাদেশে।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে হরহামেশাই দেখা যায় নিরপেক্ষ আম্পায়ার। তবে এর আগে বিষয়টি এমন ছিল না! ইতিহাস বলছে ১৭৭৪ সালে ক্রিকেটে বাধ্যতামূলক করা হয় আম্পায়ার। এর প্রায় একশ বছর পর ১৮৭৭ সালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করেছেন স্বাগতিক দলের আম্পায়াররাই।

এর মধ্যে ব্যতিক্রম ছিল ১৯১২ সালে হওয়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় টেস্ট সিরিজ। এই ত্রিদেশীয় সিরিজের ৭৪ বছর পর বদলে যায় চিত্র। এর মাস্টার মাইন্ড ছিলেন ইমরান খান। ১৯৮৬ সালে লাহোরে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে দেখা যায় দুই ভারতীয় আম্পায়ারকে।

দুই বছর পরীক্ষার পর ১৯৯৪ সালে প্রতি টেস্টে একজন নিরপেক্ষ আম্পায়ার রাখা নিয়ম চালু করে আইসিসি। এরপর ২০০২ সালে প্রতি ম্যাচে দুজন নিরপেক্ষ আম্পায়ার রাখার নিয়ম চালু হয়। একই বছর এপ্রিলে সেরা আম্পায়ারদের নিয়ে গঠন করা হয় একটি প্যানেল।

যার নাম দেওয়া হয় এলিট প্যানেল অব আইসিসি আম্পায়ার্স। এখন সেই অভিজাত আম্পায়ারদের দলে শরফুদ্দৌলা। তিনি সহ বর্তমানে ১২ জন আম্পায়ার রয়েছেন এলিট প্যানেলে।

এখন প্রশ্ন হচ্ছে এলিট প্যানেল কী? সহজ উত্তরে বলা যায় বাছাইকৃত সেরা আম্পায়ারদের নিয়ে গড়া একটি প্যানেল। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই প্যানেলে আম্পায়ারদের বাছাই ও নিয়োগ দিয়ে থাকে।

আইসিসির আম্পায়ার্স সিলেকশন প্যানেল, আম্পায়ারদের পারফরম্যান্স পর্যালোচনা করে তালিকায় সংযোগন-বিয়োজন করে। এই প্যানেলে থাকা আম্পায়াররা বছরে অন্তত ৮ থেকে ১০টি টেস্টে এবং ১০ থেকে ১৫টি ওয়ানডে পরিচালনা করার সুযোগ পান।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে নির্বাচিত হয় এলিট প্যানেল আম্পায়ার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দিয়ে আম্পায়াররা জায়গা করে নেন দেশের জাতীয় প্যানেলে। সংশ্লিষ্ট বোর্ডের সুপারিশকৃতরা জায়গা পান আইসিসির আন্তর্জাতিক প্যানেলে।

এরপর আইসিসির আম্পায়ার্স নির্বাচক কমিটি, বার্ষিক পর্যবেক্ষণ এবং নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবে ভালো পারফরম্যান্স করা আম্পায়াররা জায়গা পান এলিট প্যানেলে। এবার এই নির্বাচক কমিটিতে ছিলেন আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খান, সাবেক আম্পায়ার টনি হিল, সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, এবং বিশেষজ্ঞ পরামর্শক মাইক রাইলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিস্টার টেস্ট ক্রিকেট অব বাংলাদেশ!

তত্ত্বাবধায়ক সরকারের রায় যা বললেন আইন উপদেষ্টা

সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

মামদানির সঙ্গে শুক্রবার বসবেন ট্রাম্প

শীত এলেই কি চুল পড়ে বা ভেঙে যায়, বিশেষজ্ঞ জানালেন যত্নের উপায়

নভেম্বরেই কি দেশে শৈত্যপ্রবাহ আসছে?

চাঁদাবাজদের রুখতে হলে প্রস্তুতি নিতে হবে : ইঞ্জিনিয়ার ইকবাল

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

ট্রাম্পের জলবায়ু নীতিতে বাড়তে পারে ১৩ লাখ মৃত্যু

গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

হিমেল বাতাসে ১৩ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

১২

নিরাপদ থাকতে ব্রাউজারে যা ব্যবহার করবেন

১৩

তোপের মুখে রাম চরণের স্ত্রী

১৪

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল

১৫

মুগ্ধতা ছড়াচ্ছে হাইড্রোলিয়া জেইলানিকা ফুল

১৬

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

১৭

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কার বিপক্ষে

১৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

১৯

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

২০
X