সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ৭ ওভার ২ বল খেলার পর বন্ধ হয়ে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আপাতত বৃষ্টি থেমেছে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে। আউট ফিল্ড পর্যবেক্ষণ করতে মাঠে প্রবেশ করেছেন আম্পায়ারদ্বয়।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আফগানিস্তানের মুখোমুখি হয় সাকিব আল হাসানের বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব। ইনিংস উদ্বোধন করতে নেমে চতুর্থ বলেই থার্ডম্যানের ওপর দিয়ে ছক্কা হাঁকান আফগান ওপেনার রাহামানুল্লাহ গুরবাজ। পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে তাসকিনের হাতেই তালুবন্দি হন আফগান মারকুটে ওপেনার। মাত্র (৮) করে সাজঘরে ফেরেন তিনি। নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরেক ওপেনার জাজাইকে (৪) ফিরিয়ে জোড়া আঘাত হানেন তাসকিন।
দুই উইকেট হারানো আফগানিস্তানের হাল ধরেন মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরান। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে দুজনই ১১ রানে অপরাজিত আছেন।
মন্তব্য করুন