স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারাইন

সুনীল নারাইন। ছবি : সংগৃহীত
সুনীল নারাইন। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটছে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় তারকা সুনীল নারাইনের। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই খেলোয়াড় কলকাতার হয়ে একের পর এক মারকুটে ইনিংসে মুগ্ধ করছেন সবাইকে। চলতি আইপিলে এক শতক সহ ২৮৬ রান এসেছে তার ব্যাট থেকে। একই সাথে বল হাতেও ভেলকি দেখিয়ে নিয়ে নিয়েছেন ৯ উইকেট। ব্যাটে-বলে এরকম দুর্দান্ত পারফর্ম করতে থাকা সুনীল নারাইনকে আসন্ন বিশ্বকাপে পেতে মরিয়া উইন্ডিজ।

এমনকি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েলতো সরাসরিই বলেছেন, গত ১ বছর ধরেই নাকি তিনি নারাইনকে জাতীয় দলে ফিরতে বলছেন। অবশ্য এবারের আইপিএল নারাইনের পারফরম্যান্সই এমন, যে তার মতো খেলোয়াড়কে যে কোন অধিনায়কই পেতে চাইবে।

চলতি আইপিএলে টুর্নামেন্টের সেরার তালিকায় সবার ওপরে আছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস যে কোন ব্যাটারেরই ঈর্ষার কারণ হবে।

বল হাতেও এবারের আসরে তিনি দুর্দান্ত। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ২২.১১ গড়ে মাত্র ৭.১০ ইকোনমি রেটে ৯ উইকেট নেওয়া এই অলরাউন্ডারকে শিরোপা পুনরুদ্ধারের জন্য চায় উইন্ডিজ। তবে এক্ষেত্রে হতাশ হতে হবে ক্যারিবীয়দের কারণ সুনীল নারাইন জানিয়েছেন, জাতীয় দলে ফেরার জন্য তার দরজা চিরতরে বন্ধ। নিজেই জানিয়ে দিয়েছেন, তাকে জাতীয় দলে ফেরাতে চাইলে নিরাশ হতে হবে।

কলকাতা নাইট রাইডার্সের স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজের মন্তব্য জানিয়েছেন সুনীল নারাইন। তিনি বলেন ‘আমি সত্যিই খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে।’

আমি সেই সিদ্ধান্তে সম্মানের সঙ্গেই গ্রহণ করছি এবং আমি কখনই হতাশ করতে চাই না। তবে সেই দরজাটি (জাতীয় দলে ফেরা) এখন বন্ধ এবং আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে তাদের সমর্থন করব।’

সুনীল আশাবাদী ঘরের মাঠে উইন্ডিজের ক্রিকেটাররা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করবে, ‘ছেলেরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা আরেকটি খেতাব জিততে সক্ষম, সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভকামনা জানাই।’

২০১৯ সালে জাতীয় দলের হয়ে সবশেষ দেখা গিয়েছিল সুনীল নারিনকে। ২০২৩ সালে তিনি অবসর নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। তাতে ৪৯ ইনিংসে বল করে পেয়েছেন ৫২ উইকেট। আর ব্যাট হাতে ২৩ ইনিংসে করেছেন ১৫৫ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

৩ দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

বিশ্বকাপের লক্ষ্যেই সান্তোসে চুক্তি বাড়ালেন নেইমার

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে মামলা

১০

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১১

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

১২

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

১৩

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

১৪

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

১৫

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

১৬

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৭

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

১৮

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

১৯

উত্তর আটলান্টিকে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

২০
X