স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারাইন

সুনীল নারাইন। ছবি : সংগৃহীত
সুনীল নারাইন। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটছে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় তারকা সুনীল নারাইনের। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই খেলোয়াড় কলকাতার হয়ে একের পর এক মারকুটে ইনিংসে মুগ্ধ করছেন সবাইকে। চলতি আইপিলে এক শতক সহ ২৮৬ রান এসেছে তার ব্যাট থেকে। একই সাথে বল হাতেও ভেলকি দেখিয়ে নিয়ে নিয়েছেন ৯ উইকেট। ব্যাটে-বলে এরকম দুর্দান্ত পারফর্ম করতে থাকা সুনীল নারাইনকে আসন্ন বিশ্বকাপে পেতে মরিয়া উইন্ডিজ।

এমনকি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েলতো সরাসরিই বলেছেন, গত ১ বছর ধরেই নাকি তিনি নারাইনকে জাতীয় দলে ফিরতে বলছেন। অবশ্য এবারের আইপিএল নারাইনের পারফরম্যান্সই এমন, যে তার মতো খেলোয়াড়কে যে কোন অধিনায়কই পেতে চাইবে।

চলতি আইপিএলে টুর্নামেন্টের সেরার তালিকায় সবার ওপরে আছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস যে কোন ব্যাটারেরই ঈর্ষার কারণ হবে।

বল হাতেও এবারের আসরে তিনি দুর্দান্ত। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ২২.১১ গড়ে মাত্র ৭.১০ ইকোনমি রেটে ৯ উইকেট নেওয়া এই অলরাউন্ডারকে শিরোপা পুনরুদ্ধারের জন্য চায় উইন্ডিজ। তবে এক্ষেত্রে হতাশ হতে হবে ক্যারিবীয়দের কারণ সুনীল নারাইন জানিয়েছেন, জাতীয় দলে ফেরার জন্য তার দরজা চিরতরে বন্ধ। নিজেই জানিয়ে দিয়েছেন, তাকে জাতীয় দলে ফেরাতে চাইলে নিরাশ হতে হবে।

কলকাতা নাইট রাইডার্সের স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজের মন্তব্য জানিয়েছেন সুনীল নারাইন। তিনি বলেন ‘আমি সত্যিই খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে।’

আমি সেই সিদ্ধান্তে সম্মানের সঙ্গেই গ্রহণ করছি এবং আমি কখনই হতাশ করতে চাই না। তবে সেই দরজাটি (জাতীয় দলে ফেরা) এখন বন্ধ এবং আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে তাদের সমর্থন করব।’

সুনীল আশাবাদী ঘরের মাঠে উইন্ডিজের ক্রিকেটাররা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করবে, ‘ছেলেরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা আরেকটি খেতাব জিততে সক্ষম, সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভকামনা জানাই।’

২০১৯ সালে জাতীয় দলের হয়ে সবশেষ দেখা গিয়েছিল সুনীল নারিনকে। ২০২৩ সালে তিনি অবসর নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। তাতে ৪৯ ইনিংসে বল করে পেয়েছেন ৫২ উইকেট। আর ব্যাট হাতে ২৩ ইনিংসে করেছেন ১৫৫ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১০

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১১

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১২

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৩

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

১৪

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

১৫

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

১৬

গণতন্ত্রের প্রধানতম কথা অন্যের মত সহ্য করতে হবে : মির্জা ফখরুল

১৭

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

১৮

কারচুপির অভিযোগে মিস ইউনিভার্সের ২ বিচারকের পদত্যাগ

১৯

মুরগি চুরি নিয়ে বিরোধের ৯ দিন পর আরও এক স্কুলছাত্রের মৃত্যু

২০
X