স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নারাইনকে বিশ্বকাপে ফেরাতে চায় উইন্ডিজ

শতকের পর সুনীল নারাইন। ছবি : সংগৃহীত
শতকের পর সুনীল নারাইন। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে দারুণ ছন্দে আছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় রহস্য স্পিনার সুনীল নারাইন। মূলত বোলার হলেও কেকেআরের হয় এবার ওপেনিংয়ে নেমে ঝড়ো কয়েকটি ইনিংসে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই ক্যারিবীয়। এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্যারিবীয়কে তাই জাতীয় দলে ফেরাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে নিজেদের মাটিতে হওয়া বিশ্বকাপের আগে তাকে ফেরাতে এক প্রকার মরিয়া ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

এর আগে গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ চলার সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানার সুনীল নারাইন। জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ৩৫ বছর বয়সী ক্রিকেটার। শুধু শতক নয় অনান্য ম্যাচ গুলোতেও ব্যাট ও বলে বেশ ভালো পারফর্ম করছেন তিনি। এবার তাই ঘরের মাঠে হওয়া আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে নারাইনকে ফেরাতে অনুরোধ ওয়েস্ট ইন্ডিজের।

আইপিএলে মঙ্গলবার (১৭ এপ্রিল) রাজস্থানের বিপক্ষে ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১০৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন নারিন। কলকাতার হয়ে এই মৌসুমে সর্বোচ্চ ২৭৬ রান করা এই ওপেনার ব্যাটারের স্ট্রাইকরেট ১৮৭.৭৫।

গতকালের ম্যাচের প্রতিপক্ষ রাজস্থানের হয়ে আবার ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল খেলেন। ম্যাচ শেষে নারাইন প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে নারাইনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৯ সালে সবশেষ ম্যাচ খেলা নারাইন অবশ্য দিন কয়েক আগেও জানিয়েছিলেন, বিশ্বকাপটা ঘরে বসেই দেখবেন। তবে গতকাল সেঞ্চুরির পর গলার সুর অনেকটাই নরম তার। অবসর ভেঙে ফিরবেন কিনা -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়’

আন্তর্জাতিক ক্রিকেটে নারাইনের অভিষেক অবশ্য অভিষেক হয় বেশ আগে। ২০১১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখেন তিনি। তবে অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে তিনি ১২২টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে টেস্ট ৬টি, ওয়ানডে ৬৫টি এবং টি-টুয়েন্টি ৫১টি। তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট শিকার ১৬৫ টি। এছাড়াও উইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X