স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ১০:২৫ এএম
আপডেট : ১০ মে ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

টানা তিন হোয়াইটওয়াশে যে বার্তা পেলেন জ্যোতিরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়ার কাছে টানা ৬ ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল।

শক্তিশালী দলের বিপক্ষে এভাবে মুখ থুবড়ে পড়ায় নতুন এক বার্তা পেলে বাংলাদেশ দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা দলকে ঢেলে সাজাতে সাহায্য করবে।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশ নারী দলকে। গত বছর এই দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৬ রানের তাড়ায় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। যা নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

সিলেটে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ১৫৭ রানের লক্ষ্য দাঁড় করায় ভারতীয় নারী দল। গত দুই বছরে ৩৯ ম্যাচের মধ্যে মাত্র ৪ বার ১৩০ রানের কোটা পাড় করা বাংলাদেশ, যেতে পারেনি নতুন রেকর্ডের ধারেকাছে।

২১ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল জ্যোতি-রাবেয়ারা। ভারতের ১৫৬ রানের জবাবে ২০ ওভার খেলে ৬ উইকেটে বাংলাদেশ করেছে ১৩৫ রান। চলতি বছর অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। মূলত নিজের প্রস্তুতির জন্য ভারতের বিপক্ষে এই সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

তাই তো হার-জিত যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ের করুণ দশার বহির্প্রকাশ। অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষে নারী দলের ব্যাটিংয়ের যে হাল, তাতে ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি প্রত্যাশার রাখার অবস্থা নেই।

টি-টোয়েন্টি ক্রিকেট চার-ছক্কার খেলা, আর বাংলাদেশের দুর্বলতা সেখানেই। শেষ ম্যাচে পুরো ২০ ওভারে জ্যোতিরা চার মেরেছে মাত্র ১৩টি। ছক্কা, সে তো যেন সোনার হরিণ, নেই একটিও। হোয়াইটওয়াশের সিরিজে বাংলাদেশের একটি প্রাপ্তিও রয়েছে। সেটা রাবেয়া খান। ভারতের বিপক্ষে পুরো সিরিজে আলো ছড়িয়েছেন ডানহাতি এ লেগ স্পিনার।

সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ আট উইকেট নিয়ে নজর কাড়েন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। পাঁচ উইকেট নিয়ে তিনে আছেন পেসার মারুফা আক্তার।

এই নিয়ে টানা ৯ টি-টোয়েন্টি ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ নারী দল। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতে ছিল সবশেষ টি-টোয়েন্টি। আসন্ন বিশ্বকাপের আগে, জ্যোতি-মারুফাদের নিয়ে নতুন একটা বার্তা গিয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।

ব্যাটিংয়ের এই দৈন্যদশা না কাটালে ঘরের মাঠে বিশ্বকাপের বড় লজ্জা পড়তে হতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১০

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১১

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৩

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৫

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৬

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৭

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৮

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৯

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

২০
X