স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১১:৩২ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান মহারণে কে এগিয়ে?

রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী বলা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। গত কয়েকটি আইসিসির বৈশ্বিক আসরের মতো এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুদল। রোববার (৯ জুন) বাংলাদেশ রাত সাড়ে ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

গ্রু-এ’তে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। অন্যদিকে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিস্ময়কর ভাবে হেরে যায় পাকিস্তান। ফলে কিছু চাপে থেকে রোহিত-কোহলিদের বিপক্ষে মহারণে নামছে বাবর-আফ্রিদিরা।

নিরাপত্তা ও টিকিট

কয়েক দফা জঙ্গী হামলার হুমকি পাওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ ছাড়া সব সময় মতো এবারও এ ম্যাচের টিকিট যেন সোনার হরিণ। তাই অনেকটা বাধ্য হয়ে অতিরিক্ত টিকিট বাজারে ছাড়ে আইসিসি।

ম্যাচের সময়

৯ জুন রোববার মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের এই মহারণ। যুক্তরাষ্ট্রের সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। যুক্তরাজ্য টাইম দুপুর ২: ৩০ মিনিট (জিএমটি)। আর টাইম জোনের কারণে উপমহাদেশে ম্যাচটি শুরু হবে রাতে। ভারতীয় সময় রাত ৮টা, পাকিস্তান সময় রাত সাড়ে ৭টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি কোথায়?

ম্যাচটি নিউইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৪ হাজার।

উইকেটের আচরণ কেমন?

অস্থায়ী নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। প্রথম দুটি ছিল লো স্কোরিং ম্যাচ। আর ড্রপ-ইন পিচের কারণে পেস বোলাররা বাড়তি সহায়তা পেয়েছেন। উইকেটে মুভমেন্ট এবং অসম বাউন্স থাকায় ব্যাটারদের বড় শট খেলতে বেশ বেগ পেতে হয়েছে।

তবে ব্যাপক সমালোচনার মুখে এই মাঠের উইকেট নিয়ে মুখ খুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংস্থাটি জানিয়ে ছিল উইকেটগুলো বিশ্বমানের হয়নি। আর ঘাটতিগুলো দূর করতে গ্রাউন্ড স্টাফরা কাজ করবে। কতটুকু কাজ হয়েছে তা বোঝা যাবে ম্যাচের প্রথম বল মাঠে গড়ানোর পর।

কারা এগিয়ে?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে সর্বমোট ১২ বার। সর্বপ্রথম ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার বল আউটে জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এ পর্যন্ত ভারত জয় পেয়েছে ৮টিতে আর পাকিস্তান ৩টিতে।

সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট চারবার মুখোমুখি হয়েছে দুদল। এতে দুদলই সমান দুটি করে জয় পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট সাতবার দেখা হয়েছে দুদলের। এর মধ্যে ৫টিতে জিতেছে ভারত। একটির ফলাফল হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ২০২১ সালে গ্রুপপর্বের ম্যাচে ১০ উইকেটের জয় পেয়েছিল বাবর আজমের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১০

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১১

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১২

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৩

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৪

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৫

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৬

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১৭

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৮

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

২০
X