স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১১:৩২ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান মহারণে কে এগিয়ে?

রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী বলা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। গত কয়েকটি আইসিসির বৈশ্বিক আসরের মতো এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুদল। রোববার (৯ জুন) বাংলাদেশ রাত সাড়ে ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

গ্রু-এ’তে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। অন্যদিকে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিস্ময়কর ভাবে হেরে যায় পাকিস্তান। ফলে কিছু চাপে থেকে রোহিত-কোহলিদের বিপক্ষে মহারণে নামছে বাবর-আফ্রিদিরা।

নিরাপত্তা ও টিকিট

কয়েক দফা জঙ্গী হামলার হুমকি পাওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ ছাড়া সব সময় মতো এবারও এ ম্যাচের টিকিট যেন সোনার হরিণ। তাই অনেকটা বাধ্য হয়ে অতিরিক্ত টিকিট বাজারে ছাড়ে আইসিসি।

ম্যাচের সময়

৯ জুন রোববার মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের এই মহারণ। যুক্তরাষ্ট্রের সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। যুক্তরাজ্য টাইম দুপুর ২: ৩০ মিনিট (জিএমটি)। আর টাইম জোনের কারণে উপমহাদেশে ম্যাচটি শুরু হবে রাতে। ভারতীয় সময় রাত ৮টা, পাকিস্তান সময় রাত সাড়ে ৭টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি কোথায়?

ম্যাচটি নিউইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৪ হাজার।

উইকেটের আচরণ কেমন?

অস্থায়ী নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। প্রথম দুটি ছিল লো স্কোরিং ম্যাচ। আর ড্রপ-ইন পিচের কারণে পেস বোলাররা বাড়তি সহায়তা পেয়েছেন। উইকেটে মুভমেন্ট এবং অসম বাউন্স থাকায় ব্যাটারদের বড় শট খেলতে বেশ বেগ পেতে হয়েছে।

তবে ব্যাপক সমালোচনার মুখে এই মাঠের উইকেট নিয়ে মুখ খুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংস্থাটি জানিয়ে ছিল উইকেটগুলো বিশ্বমানের হয়নি। আর ঘাটতিগুলো দূর করতে গ্রাউন্ড স্টাফরা কাজ করবে। কতটুকু কাজ হয়েছে তা বোঝা যাবে ম্যাচের প্রথম বল মাঠে গড়ানোর পর।

কারা এগিয়ে?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে সর্বমোট ১২ বার। সর্বপ্রথম ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার বল আউটে জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এ পর্যন্ত ভারত জয় পেয়েছে ৮টিতে আর পাকিস্তান ৩টিতে।

সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট চারবার মুখোমুখি হয়েছে দুদল। এতে দুদলই সমান দুটি করে জয় পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট সাতবার দেখা হয়েছে দুদলের। এর মধ্যে ৫টিতে জিতেছে ভারত। একটির ফলাফল হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ২০২১ সালে গ্রুপপর্বের ম্যাচে ১০ উইকেটের জয় পেয়েছিল বাবর আজমের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X