স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৯:০১ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

রোনালদোর কান্নায় ভক্তদের উপহাস!

রোনালদোর কান্না ভালো লাগেনি ভক্তদের। ছবি : সংগৃহীত
রোনালদোর কান্না ভালো লাগেনি ভক্তদের। ছবি : সংগৃহীত

ম্যাচে অতিরিক্ত সময়ের বিরতি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট অ্যারিনার এক পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের এক প্রতিবেদেন বলা হয়েছে, ছো ট মেয়ের মতো কান্নায় ভক্তদের উপহাস।

কী ঘটছিল?

ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগাল-স্লোভেনিয়ার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র থাকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্তি সময়ের প্রথমার্ধে (১০৫ মিনিটে) পেনাল্টি পায় পর্তুগাল।

স্পট কিক নিতে আসেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। দলকে ইউরোর কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার সুযোগ। একই সঙ্গে টানা ষষ্ঠ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে গোল করার হাতছানি।

কিন্তু তার শট রুখে দেন স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাক। এতে শিশুর মতো কাঁদতে দেখা যায় রোনালদোকে।

কী বলছেন ভক্তরা

আল নাসর অধিনায়কের কান্নাকে ভালোভাবে নেননি অনেক সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশের দাবি নিজের বাজে পারফরম্যান্সের ঘাটতি ঢাকতে সিআরসেভেনের এই মায়াকান্না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রোনালদোকে অবসর নেওয়ার আহ্বান জানিয়ে এইক্স নামে এক ভক্ত লিখেছেন, ‘এবং সে পেনাল্টি মিস করেছে...। এটা একটা দিন বলার (অবসরের ঘোষণা) সময়, রোনালদো।’

ম্যাথু কর্কে নামের এক ভক্ত মজার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রোনালদো পেনাল্টি মিস করছেন।’

আরেকজন ভক্ত লিখেছেন, ‘ব্রুনো (ফার্নান্দেজ) বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি শুটার। রোনালদোর এটি নেওয়ার কোনো দরকার ছিল না। তবে পতনের আগে গর্ব তো আসেই।’

টমি নামের এক ভক্ত সিআরসেভেনের দুঃখের মধ্যে বিনোদন খুঁজে পেয়ে লিখেছেন, ‘আমি দুঃখিত কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর কান্নার চেয়ে মজার আর কিছু নেই।’

জশ বোয়েস নামে একভক্ত লেখেন, ‘রোনালদোর মায়াকান্না কি শেষ হয়েছে, আর পারা যায় না।’

পর্তুগালের পেনাল্টি পাওয়ার নিয়ে প্রশ্ন তুলে ব্রায়ান গ্যালাগার নামের এক ব্যক্তি লিখেছেন, ‘রুখে দিয়ে ন্যায়বিচার করা হয়েছে। এক মিলিয়ন বছরের মধ্যে কখনও এমন শাস্তি হয়নি। তবুও চোখের জলে রোনালদো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল।’

তারকা এই খেলোয়াড় এখনও কেন পর্তুগালকে আঁকরে ধরে রেখেছেন এই প্রশ্ন তুলেছেন প্যাগান মিন নামে একজন এক্সে লিখেছেন, ‘রোনালদো এখন বৃদ্ধ এবং তার এটা উপলব্ধি করা উচিত। সে তার দলকে পিছিয়ে রাখছে এবং এই ম্যাচে যা কিছু ঘটুক না কেন রোনালদোকে কেবল গোল করার চেষ্টা করার চেয়ে তার দল সম্পর্কে আরও ভালোভাবে ভাবতে হবে। পর্তুগাল আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।’

সাংবাদিক রস ম্যাকক্যাফের্টি আল নাসরের অধিনায়ককে কটাক্ষ করে লিখেছিলেন, ‘আমি আপনাকে এমন কিছু বলব যা মজার নয়। এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো মাঝপথে লাইনে বসে ছোট্ট মেয়ের মতো কাঁদছেন!’

ম্যাচের বড় চিত্র

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে চওড়া হয়ে যায় পর্তুগিজ গোলকিপার ডিয়েগো কস্তার দুই হাত। স্লোভেনিয়ার জোসিপ ইলিচিচ, জুরে বালকোভেচ ও বেঞ্জামিন ভারবিচের শট রুখে দেন তিনি।

অন্যদিকে পর্তুগালের হয়ে গোল করেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা। টাইব্রেকে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল।

বাংলাদেশ সময় আগামী শনিবার (৬ জুলাই) রাত ১টায় কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

টিভিতে আজকের খেলা

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

১০

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১১

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১২

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৩

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৪

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

১৫

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৬

২০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

১৮

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

১৯

২০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০
X