শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত

চলমান ইউরোতে স্পেনের ১৬ বছর বয়সী প্রতিভা লামিনে ইয়ামাল সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে সবাইকে মুগ্ধ করেছেন। এমনকি স্পেনের সেরা খেলোয়াড় হিসেবেও সবাই মানছে তাকে। এ পর্যন্ত ফেভারিট স্পেনের হয়ে মহাদেশীয় আসরে ৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। তবে, ইউরোতে অদ্ভুতভাবে তার পুরো ম্যাচ খেলা হচ্ছে না। সেরা খেলোয়াড়ের পুরো ম্যাচ না খেলার পেছনে অবশ্য কারণ আছে ইউরোতে তার অংশগ্রহণকে জটিল করে তুলেছে একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ : জার্মানির শ্রম আইন।

জার্মানিতে, অপ্রাপ্তবয়স্কদের রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১২টা) পর কাজ করার অনুমতি নেই, তবে ক্রীড়াবিদদের জন্য একটি ব্যতিক্রম রয়েছে, যাদের রাত ১১টা পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া হয়। এই ব্যতিক্রমও ইয়ামালের জন্য সমস্যা সৃষ্টি করে। যখন ম্যাচ রাত ৯টায় শুরু হয়, তখন স্টপেজ টাইম এবং ম্যাচ-পরবর্তী দায়িত্বগুলো বিবেচনা করলে, ইয়ামাল পুরো ম্যাচ খেললে আইন ভঙ্গ করবেন।

স্পেনের জর্জিয়ার বিপক্ষে রাউন্ড অফ ১৬ ম্যাচে, যা রাত ৯টায় শুরু হয়েছিল, কোচ লুইস ডি লা ফুয়েন্তে জামালকে পুরো ৯০ মিনিট খেলিয়ে আরএফইএফ (স্পেন ফুটবল ফেডারেশন) কে €৩০,০০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ টাকা) জরিমানার ঝুঁকিতে ফেলেছিলেন।

সৌভাগ্যক্রমে, জার্মানির বিপক্ষে স্পেনের কোয়ার্টার ফাইনাল শুরু হয় জার্মান সময় সন্ধ্যা ৬টায় এ কারণে​ ইয়ামাল কোনো আইনি সমস্যায় পড়বেন না। অবশ্য ম্যাচটিতে ইয়ামালকে পুরো সময় খেলাননি স্পেন কোচ ফন্তে। তবে, স্পেন যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে, যেগুলো জার্মান সময় রাত ৯টায় শুরু হবে সেগুলোর ক্ষেত্রে এই সমস্যা আবারও দেখা দেবে।

রিপোর্ট অনুযায়ী স্পেন দল অবশ্য ইয়ামালকে খেলানোর জন্য যে কোনো আর্থিক জরিমানা মেনে নিতে প্রস্তুত, যার পরিমাণ €১৫০,০০০ ( বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯০ লাখ টাকা) পর্যন্ত হতে পারে যদি স্পেন ফাইনালে পৌঁছে এবং ইয়ামাল প্রতিটি ম্যাচ খেলেন।

ইয়ামালের অসাধারণ পারফরম্যান্স স্পেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, তার ডিফেন্ডারদের মোকাবিলা করার ক্ষমতা, গোলের সুযোগ তৈরি এবং চাপের মধ্যে স্থিতিশীলতা প্রদর্শন করে। তার অবদান শুধু ভবিষ্যতের জন্য নয়, বর্তমানেও স্পেনের সাফল্যের জন্য অপরিহার্য হয়েছে।

এই আইনি বাধাগুলি সত্ত্বেও, ইয়ামাল তার স্কুলের কাজ এবং ফুটবলের দায়িত্বগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে ফোকাস থাকেন। তার শিক্ষা এবং খেলাধুলার প্রতি প্রতিশ্রুতি তার নিবেদন এবং বয়সের চেয়ে পরিপক্বতার পরিচয় দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১০

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১১

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১২

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৩

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৪

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৫

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৬

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৭

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৮

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১৯

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

২০
X