স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালকে গোসল করিয়ে ছিলেন মেসি?

লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লামিনে ইয়ামালের বয়স মাত্র ১৬। এখনো শেষ হয়নি স্কুল। পরীক্ষা মাথায় নিয়ে নিয়ে খেলতে আসেন ইউরো কাপ। প্রতি ম্যাচে রাখছেন প্রতিভার স্বাক্ষর। লিওনেল মেসির সঙ্গে স্প্যানিশ এ তরুণ তুর্কির শিশুকালের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেই ছবিতে দেখা যায় বার্সেলোনার সাবেক তারকা এবং আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, বাথটাবে বাচ্চা একটি শিশুকে গোসল করাচ্ছেন। এবং ঘটনাটি সত্য। গত বৃহস্পতিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ইয়ামালের শিশুকালের একটি ছবি পোস্ট করেন তার বাবা।

সেখানে দেখা যায়, বাথটাবে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন তার মা। সঙ্গে আছেন সে সময়ের বার্সা তারকা মেসিও। ক্যাপশনে লিখেছেন ইয়ামালের বাবা মুনির নাসরুই লেখেন, ‘দুই কিংবদন্তির শুরু।’

কিছুক্ষণ পর ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো। এতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি।

যদিও অনেকে সন্দেহ প্রকাশ করেন। মেসির সঙ্গে থাকার শিশুটি যে ইয়ামাল তা নিয়েও সংশয় জানান অনেকে।

তবে এর সত্যতা নিশ্চিত করেছেন স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্ট। তারা বলছেন ঘটনাটি হয় ২০০৭ সালের শেষ দিকে না হয় ২০০৮ সালের শুরুর দিকের। মেসির বয়স ২০ বছর আর ইয়ামাল তখন ৬ মাস বয়সী। মেসি তখন উঠতি তারকা।

বার্সার জার্সিতে কেবলই ছড়াতে শুরু করেছেন প্রতিভার সৌরভ। আর জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০০৬ সালের বিশ্বকাপ। দিয়ারিও স্পোর্ট জানায়, প্রতি বছর চ্যারিটি ক্যালেন্ডার প্রকাশ করতো তারা।

সেখানে তুলে ধরা হতো বার্সেলোনার ফুটবলারদের বিভিন্ন ভালো কাজের ছবি। তারই অংশ হিসেবে ফ্রেমবন্দী হয়েছিলেন শিশু ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি। ইয়ামালের বাবার প্রকাশিত ছবিটির পর আরও বেশি কিছু ছবি প্রকাশ করেছে দিয়ারিও স্পোর্ট।

সেখানে স্প্যানিশ আরেক তারকা দানি ওলমোর সঙ্গে মেসির ছবিও রয়েছে। চলমান ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মারির বিপক্ষে দানি ওলমো। স্বাগতিক জার্মানিকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

আর্থিক সংকটের কারণে ২০২১ সালে মেসিকে ছেড়ে দেয় বার্সা। এর দুই বছর পর স্প্যানিশ ক্লাবটির মূল দলে জায়গা হয় ইয়ামালের। বর্তমানে লা রোজাদের জার্সিতে মাতাচ্ছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরো কাপে খেলার রেকর্ডও গড়েছেন এ উইঙ্গার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর মহিলা আ.লীগ সভাপতির ছেলে এলিদ ওএসডি

আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত শতাধিক 

শাকিবের পক্ষ থেকে বন্যার্তদের পাশে ইমন-মিম 

সীমান্ত হত্যা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা

মেয়র আতিকের অভিপ্রায়ে ডিএনসিসিতে নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল

ঢাবির মুহসীন হলে নির্যাতন / ২০১৭ সালের ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

যেভাবে দেখবেন সাকিবের খেলা

দুদকের পরিচালক ও উপপরিচালক পদে বড় রদবদল

‘আমাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে’

বরিশালে বিএনপির কর্মীকে পেটালেন যুবলীগ কর্মীরা

১০

চাঁদাবাজি-দখলের সঙ্গে জড়িত থাকলে আজীবন বহিষ্কার : নীরব

১১

নতুন করে কোনো চক্রান্তকে বাস্তবায়ন করতে দেব না : নুরুল ইসলাম বুলবুল

১২

দুই ভাগ্নেকে পিটিয়ে হত্যায় মামাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৩

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করার ঘোষণা মিরাজের

১৪

পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৫

মাল্টা চাষে দিনবদল ভাণ্ডারিয়ার যুবক মহাসিনের

১৬

সেন্সরের কাঁচির নিচে কঙ্গনার সিনেমা

১৭

১৮ দিনেই বিদায় নিল মুগ্ধ

১৮

রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

১৯

আরেক দেশ ছাড়ছে মার্কিন সামরিক বাহিনী

২০
X