স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৪:০৬ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে ইংল্যান্ডকে সেই বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়

বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

চলমান ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। অলি ওয়াটকিনসের শেষ মুহূর্তের গোলে ইংলিশরা জয় পেলেও ডাচদের বিপক্ষে ইংল্যান্ডের পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে উল্লেখযোগ্য বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এ ব্যাপারে বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিয়েছেন।

ঘটনাটি কী ছিল

ম্যাচের ১৪ তম মিনিটে, ডেনজেল ডামফ্রিস হ্যারি কেইনের সঙ্গে পেনাল্টি এলাকায় সংঘর্ষে লিপ্ত হন। প্রথমে, রেফারি ফেলিক্স জওয়ার গোল কিকের সিদ্ধান্ত দেন। তবে, ভিএআর বাস্তিয়ান ডানকার্ট তাকে মনিটরে ঘটনাটি পর্যালোচনা করার নির্দেশ দেওয়ার পর, জওয়ার তার সিদ্ধান্ত বদলান এবং ইংল্যান্ডকে পেনাল্টি দেন। এই সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়, ইংল্যান্ডর সাবেক খেলোয়াড় গ্যারি নেভিল এটিকে "একটি লজ্জাজনক সিদ্ধান্ত" বলে অভিহিত করেন, এবং আরেক লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, "এটি কখনই পেনাল্টি ছিল না।" তবে, গ্যারেথ সাউথগেট এবং হ্যারি কেইন উদ্বিগ্ন ছিলেন না, এবং কেইন পেনাল্টি থেকে গোল করে স্কোর ১-১ করেন।

বিশেষজ্ঞের ব্যাখ্যা

ভিএআর বিশেষজ্ঞ ডেল জনসন ভিএআর হস্তক্ষেপের ব্যাখ্যা দিয়েছেন। জনসনের মতে, ডামফ্রিসের চ্যালেঞ্জের ধরন, যা তার স্টাড (জুতার তলভাগ) দিয়ে দেওয়া হয়েছিল, রেফারি জওয়ারকে তার প্রাথমিক সিদ্ধান্ত পাল্টাতে প্ররোচিত করে। এটি বেপরোয়া বলে বিবেচিত হয়েছিল এবং এজন্য ডামফ্রিসকে বুকিং দেওয়া হয়।

জনসন ব্যাখ্যা করেন, "ভিএআর কেন পেনাল্টির পরামর্শ দিয়েছে? কারণ ডামফ্রিসের চ্যালেঞ্জটি বেপরোয়া ছিল, তার স্টাড দিয়ে নেতৃত্ব দিচ্ছিল, যা বিপজ্জনক বলে মনে করা হয়েছিল। এজন্য নেদারল্যান্ডসের খেলোয়াড়কে বুকিং দেওয়া হয়েছিল।" তিনি আরও উল্লেখ করেন যে কেইন যন্ত্রণায় নিচে পড়ে থাকার কারণেও ভিএআর প্রভাবিত হয়েছিল।

অলি ওয়াটকিনসের শেষ মুহূর্তের গোল ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেয় এবং তাদের পরপর দ্বিতীয় ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে দেয়। নেদারল্যান্ডসের ম্যানেজার রোনাল্ড ক্যোমান এই পেনাল্টি সিদ্ধান্তের সমালোচনা করেন কারণ ডাচদের গোলের পর যা ইংল্যান্ডের ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

ইংল্যান্ড এখন ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেবে, আর নেদারল্যান্ডস তাদের টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হিসেবে এই বিতর্কিত মুহূর্তটি স্মরণ করবে। এই ঘটনা নিঃসন্দেহে আলোচনার প্রধান বিষয় হয়ে থাকবে যখন ইংল্যান্ড ইউরোপীয় গৌরব অর্জনের চেষ্টা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১০

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১১

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১২

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৩

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৪

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১৫

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১৬

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

১৭

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

১৮

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

১৯

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

২০
X